তৃষ্ণা
বুকেতে তৃষ্ণা
খুঁজে ফিরি সারাবেলা সারাক্ষণ।
বিরাগি মন বন্ধিত্বে ছটফট
খুঁজে ফেরে শুধু স্বাধীনতা,মুক্ত হাওয়া-
চাওয়া-পাওয়া করে না সন্ধি
হৃদয় ক্ষরণ নীরবে অনুক্ষণ।
অতৃপ্ত হৃদয়ে
কিছুতেই হয় না প্রত্যাশার পূরণ।
উদাসির বুকে কি চাওয়া-পাওয়া
কিসের প্রত্যাশা,কেন যে বৈরাগি
বোঝে কি কেউ,বোঝে না কভু
একাকি মনে আপনার ছলে নীরব কাঁদন।
বুকেতে তৃষ্ণা সারাবেলা
খুঁজি,পাইনা,ছুটছি-আছে প্রয়োজন।
খুঁজে ফিরি সারাবেলা সারাক্ষণ।
বিরাগি মন বন্ধিত্বে ছটফট
খুঁজে ফেরে শুধু স্বাধীনতা,মুক্ত হাওয়া-
চাওয়া-পাওয়া করে না সন্ধি
হৃদয় ক্ষরণ নীরবে অনুক্ষণ।
অতৃপ্ত হৃদয়ে
কিছুতেই হয় না প্রত্যাশার পূরণ।
উদাসির বুকে কি চাওয়া-পাওয়া
কিসের প্রত্যাশা,কেন যে বৈরাগি
বোঝে কি কেউ,বোঝে না কভু
একাকি মনে আপনার ছলে নীরব কাঁদন।
বুকেতে তৃষ্ণা সারাবেলা
খুঁজি,পাইনা,ছুটছি-আছে প্রয়োজন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ০৩/০১/২০২২চমৎকার
-
আলমগীর সরকার লিটন ০৩/০১/২০২২বেশ ভাবনাময়
-
বোরহানুল ইসলাম লিটন ০৩/০১/২০২২প্রয়োজনের তরেই তৃষ্ণা।
-
ফয়জুল মহী ০২/০১/২০২২দারুণ প্রকাশ