পিয়াসি
যদি বলো শরাব পিয়ে আমি
তবে ঠিকই আছে আমার পাগলামি
পিয়াসি আমি পান করেছি প্রেম শুধা
দিবা-যামী প্রত্যাশা মেটে না ক্ষুধা।
আমি ভাই শরাবি,প্রেমের শরাবি
বস্তুতে ভালোবাসা নাই অচেনায় দাবি
অচেনায় অচিনে মিলন অসম্ভবে
ধরতে পারি না মাতলামি নীরবে।
বিজয়ী হতে নয়,নয় অমরত্বে
প্রেমের নেশায় পাগলামি দিনে-রাতে
এ আজব নেশা বারবার পিয়েও
মেটে না তিশা শত চেষ্টা করেও।
প্রেমের শরাবে হরদম্ বেদিশা চঞ্চল
মশগুল আমি অচেনার খোঁজে মাতাল
শরাবি বল,গুনাহগার বল,বল উন্মাদ আমায়
আমি বেদিশা প্রেমের প্রত্যাশী-নিরুপায়।
তবে ঠিকই আছে আমার পাগলামি
পিয়াসি আমি পান করেছি প্রেম শুধা
দিবা-যামী প্রত্যাশা মেটে না ক্ষুধা।
আমি ভাই শরাবি,প্রেমের শরাবি
বস্তুতে ভালোবাসা নাই অচেনায় দাবি
অচেনায় অচিনে মিলন অসম্ভবে
ধরতে পারি না মাতলামি নীরবে।
বিজয়ী হতে নয়,নয় অমরত্বে
প্রেমের নেশায় পাগলামি দিনে-রাতে
এ আজব নেশা বারবার পিয়েও
মেটে না তিশা শত চেষ্টা করেও।
প্রেমের শরাবে হরদম্ বেদিশা চঞ্চল
মশগুল আমি অচেনার খোঁজে মাতাল
শরাবি বল,গুনাহগার বল,বল উন্মাদ আমায়
আমি বেদিশা প্রেমের প্রত্যাশী-নিরুপায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঞ্জু ০২/০১/২০২২সৃজনশীল জ্ঞানের সন্ধ্যান পাই
-
অভিজিৎ হালদার ৩১/১২/২০২১ভালো ভাবনা
-
বোরহানুল ইসলাম লিটন ৩১/১২/২০২১সুন্দর অনুভবের ব্যক্ততা।
-
ফয়জুল মহী ৩০/১২/২০২১চমৎকার ভাবনা