মন উড়ে চলে নীলিমায়
ঐ দূর আকাশের গায়
মন উড়ে চলে নীলিমায়
যত ব্যথা বুকেতে জমা
গগনের বুকে ছড়াতে চায়
মন উড়ে চলে নীলিমায়।
যত কান্না আছে লুকানো
যায় না কখনো দেখানো
সেই কান্নার নীরব দীর্ঘশ্বাস
ছড়াতে চায় মন নীলিমার বিছানায়
মন উড়ে চলে নীলিমায়।
মন উড়ে চলে নীলিমায়
সঙ্গীহীন একেলা সকাল-সন্ধ্যায়
হারানো ব্যথা ভুলে যেতে নিরালায়
মন ভেসে চলে আকাশের গায়।
মন উড়ে চলে নীলিমায়
যদি ব্যথাগুলো ভুলে থাকা যায়।
মন উড়ে চলে নীলিমায়
যত ব্যথা বুকেতে জমা
গগনের বুকে ছড়াতে চায়
মন উড়ে চলে নীলিমায়।
যত কান্না আছে লুকানো
যায় না কখনো দেখানো
সেই কান্নার নীরব দীর্ঘশ্বাস
ছড়াতে চায় মন নীলিমার বিছানায়
মন উড়ে চলে নীলিমায়।
মন উড়ে চলে নীলিমায়
সঙ্গীহীন একেলা সকাল-সন্ধ্যায়
হারানো ব্যথা ভুলে যেতে নিরালায়
মন ভেসে চলে আকাশের গায়।
মন উড়ে চলে নীলিমায়
যদি ব্যথাগুলো ভুলে থাকা যায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ৩০/১২/২০২১অনবদ্য উপস্থাপনে মুগ্ধতা রেখে গেলাম ।
-
আহমেদ হানিফ ৩০/১২/২০২১সুন্দর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩০/১২/২০২১মনোমুগ্ধকর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩০/১২/২০২১nice work
-
শুভজিৎ বিশ্বাস ৩০/১২/২০২১বাহ্।মনোমুগ্ধকর কবিতা।