হাল ছাড়ে না
বেপরোয়া হৃদয়
থেকে থেকে বারেবার
হয় জেরবার
ভালোবাসা কারবার।
অবুঝ হৃদয়
বাধা মানে না
আবেগের জোয়ারে ভাসে
কথা শোনে না।
অশান্ত হৃদয়
শান্ত হতে জানে না
কন্টকিত ভালোবাসা পেতে
হয়ে থাকে উন্মনা।
প্রেমিক হৃদয়
হাল ছাড়ে না
হয় জেরবার
তবু ভালোবাসা ছাড়ে না।
থেকে থেকে বারেবার
হয় জেরবার
ভালোবাসা কারবার।
অবুঝ হৃদয়
বাধা মানে না
আবেগের জোয়ারে ভাসে
কথা শোনে না।
অশান্ত হৃদয়
শান্ত হতে জানে না
কন্টকিত ভালোবাসা পেতে
হয়ে থাকে উন্মনা।
প্রেমিক হৃদয়
হাল ছাড়ে না
হয় জেরবার
তবু ভালোবাসা ছাড়ে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৯/১২/২০২১সুন্দর ĺ