নিশ্চুপ
যত কথা বুকেতে
পারি না যে বলতে
প্রিয়া আমার অভিমানি
চায় না যে শুনতে।
কথাগুলো ব্যথা হয়ে
নীরবে যায় পুড়িয়ে
বোঝেনা যে প্রিয়া
থাকে নিশ্চুপ হয়ে।
বুকের কথা বুকেতে
ফোটে না কিছুতে মুখেতে
কৌতূহল নাই প্রিয়ার
আমার ভালোবাসাতে।
আমি নিশ্চুপ হয়ে
কথাগুলো চাপা দিয়ে
হয়ে গেলাম অভিমানি
সঙ্গোপনে ব্যথা সয়ে।
পারি না যে বলতে
প্রিয়া আমার অভিমানি
চায় না যে শুনতে।
কথাগুলো ব্যথা হয়ে
নীরবে যায় পুড়িয়ে
বোঝেনা যে প্রিয়া
থাকে নিশ্চুপ হয়ে।
বুকের কথা বুকেতে
ফোটে না কিছুতে মুখেতে
কৌতূহল নাই প্রিয়ার
আমার ভালোবাসাতে।
আমি নিশ্চুপ হয়ে
কথাগুলো চাপা দিয়ে
হয়ে গেলাম অভিমানি
সঙ্গোপনে ব্যথা সয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৯/১২/২০২১Very excellent writen
-
একনিষ্ঠ অনুগত ২৯/১২/২০২১কষ্ট, তবু সুন্দর।
-
অভিজিৎ হালদার ২৯/১২/২০২১সুন্দর
-
আলমগীর সরকার লিটন ২৯/১২/২০২১বাহ সুন্দর ছন্দময় প্রকাশ কবি দা