সরকারি-বিরোধী
স্তব্ধতার প্রতিধ্বনি নীরবে শুনি
বুঝি বিষাদ বারতা বাজায় আগমনী
বিষাদের দেশ শুনি কান্না অবিরাম
আমজনতার খুন ,রাষ্ট্রযন্ত্র নির্বিকার- জয়ধ্বনি।
বিবেক শূন্যতা, মানবতার পরাজয়
রেষারেষি-হানাহানি অবিরত হরদম
কেউ কারো নয় শুধু স্বার্থপরতা
ভালোবাসা হারিয়ে গেছে একদম।
শুধু দলাদলি,রক্তের খেলায় মত্ত
ছাড় দিতে চায় না কেউ এখানে
ক্ষমতা চাই সবার, যেভাবেই হোক
গণতন্ত্র,নির্বিকার দর্শক আপনমনে।
রাজনৈতিক রোষানল, আমজনতার মরণ
হাতে মশাল মুখে স্লোগান বিচার চাই,
বিচারযন্ত্র অথর্ব,কে করবে সমাধান
বেহুস সরকারি-বিরোধী শুধু ক্ষমতা চাই।
বুঝি বিষাদ বারতা বাজায় আগমনী
বিষাদের দেশ শুনি কান্না অবিরাম
আমজনতার খুন ,রাষ্ট্রযন্ত্র নির্বিকার- জয়ধ্বনি।
বিবেক শূন্যতা, মানবতার পরাজয়
রেষারেষি-হানাহানি অবিরত হরদম
কেউ কারো নয় শুধু স্বার্থপরতা
ভালোবাসা হারিয়ে গেছে একদম।
শুধু দলাদলি,রক্তের খেলায় মত্ত
ছাড় দিতে চায় না কেউ এখানে
ক্ষমতা চাই সবার, যেভাবেই হোক
গণতন্ত্র,নির্বিকার দর্শক আপনমনে।
রাজনৈতিক রোষানল, আমজনতার মরণ
হাতে মশাল মুখে স্লোগান বিচার চাই,
বিচারযন্ত্র অথর্ব,কে করবে সমাধান
বেহুস সরকারি-বিরোধী শুধু ক্ষমতা চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সত্যম কুন্ডু ০৩/০৩/২০২২অসাধারণ লেখনী
-
বোরহানুল ইসলাম লিটন ২৯/১২/২০২১অভ্যন্তরে সুন্দর মানবিক উচ্চারণ।
-
ফয়জুল মহী ২৮/১২/২০২১চমৎকার অভিব্যক্তি ।
একরাশ মুগ্ধতা ।