www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সরকারি-বিরোধী

স্তব্ধতার প্রতিধ্বনি নীরবে শুনি
বুঝি বিষাদ বারতা বাজায় আগমনী
বিষাদের দেশ শুনি কান্না অবিরাম
আমজনতার খুন ,রাষ্ট্রযন্ত্র নির্বিকার- জয়ধ্বনি।


বিবেক শূন্যতা, মানবতার পরাজয়
রেষারেষি-হানাহানি অবিরত হরদম
কেউ কারো নয় শুধু স্বার্থপরতা
ভালোবাসা হারিয়ে গেছে একদম।


শুধু দলাদলি,রক্তের খেলায় মত্ত
ছাড় দিতে চায় না কেউ এখানে
ক্ষমতা চাই সবার, যেভাবেই হোক
গণতন্ত্র,নির্বিকার দর্শক আপনমনে।


রাজনৈতিক রোষানল, আমজনতার মরণ
হাতে মশাল মুখে স্লোগান বিচার চাই,
বিচারযন্ত্র অথর্ব,কে করবে সমাধান
বেহুস সরকারি-বিরোধী শুধু ক্ষমতা চাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সত‍্যম কুন্ডু ০৩/০৩/২০২২
    অসাধারণ লেখনী
  • অভ্যন্তরে সুন্দর মানবিক উচ্চারণ।
  • ফয়জুল মহী ২৮/১২/২০২১
    চমৎকার অভিব্যক্তি ।
    একরাশ মুগ্ধতা ।
 
Quantcast