নিজ ভুবনে
কেউ রাখেনি খোঁজ
আমিও রাখিনি কারো
কেউ ছুটছে আলোর মিছিলে
কেউ হারাচ্ছে অন্ধকারে।
ভাবিয়া ভাবিয়া দিবস-রজনী
একাকি ভুবনে শুণ্য হৃদয়খানি
নিয়েছে নীরবে পরাজয় মানি
আর দোলা লাগে না হৃদয়ে,বারেবারে।
হৃদয় আমার আহত হতে হতে
নীরবেই চায় হাল ছেড়ে দিতে
কোথায় জ্বললো আলো,কোথায় অন্ধকার
রাখতে পারিনা তার খোঁজ,একেবারে।
ব্যস্ততায় খাপছাড়া হয়েছে জীবন
সময়ের গতিময়তায় আমিও নিভৃতচারী
রাখিনা কারো খোঁজ,কেউ রাখেনা আমারও
ডুবে আছি নিজ ভুবনে আলো আর আঁধারে।
আমিও রাখিনি কারো
কেউ ছুটছে আলোর মিছিলে
কেউ হারাচ্ছে অন্ধকারে।
ভাবিয়া ভাবিয়া দিবস-রজনী
একাকি ভুবনে শুণ্য হৃদয়খানি
নিয়েছে নীরবে পরাজয় মানি
আর দোলা লাগে না হৃদয়ে,বারেবারে।
হৃদয় আমার আহত হতে হতে
নীরবেই চায় হাল ছেড়ে দিতে
কোথায় জ্বললো আলো,কোথায় অন্ধকার
রাখতে পারিনা তার খোঁজ,একেবারে।
ব্যস্ততায় খাপছাড়া হয়েছে জীবন
সময়ের গতিময়তায় আমিও নিভৃতচারী
রাখিনা কারো খোঁজ,কেউ রাখেনা আমারও
ডুবে আছি নিজ ভুবনে আলো আর আঁধারে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২৯/১২/২০২১এভাবে হার মেনে আত্মকেন্দ্রিক হয়ে গেলে হবে কবি, কবিরা যদি হেরে যায় তবে জয়ের গল্প কে শোনাবে!
-
ফয়জুল মহী ২৮/১২/২০২১চমৎকার অভিব্যক্তি ,
একরাশ মুগ্ধতা । -
শরিফুল ইসলাম (1990) ২৮/১২/২০২১সুন্দর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৮/১২/২০২১মনোরম ভাবনা