আমজনতার রক্তে
সময় মুচকি হাসে,হয়ত হাসিনা
কিম্বা খালেদার খেলা দেখে
মানুষ মারার খেলা,নৃশংস
রাজনৈতিক গ্যাড়াকলে,প্রতিহিংসায়-
আমজনতার খুনে লালে লাল
আমার সোনার বাংলাদেশ।
অবরোধ-হরতাল,খুন আর গুম
সহনশীলতাহীন,মায়ামমতাহীন
আগ্রাসী রাজনীতি,ক্ষমতার মোহ
জ্বালাময়ী প্রতিহিংসা,দয়া-মায়াহীন-
মানুষ যেন দানব,শূন্য বিবেক
এই আমার বর্তমান বাংলাদেশ।
রক্তদামে কেনা সোনার স্বদেশ
আজ পোস্টমর্টেম করে রাজনীতিবীদগণ
এতটুকু ছাড় দিতে চায় না কেউ
শুধু ক্ষমতা চাই -আমজনতার রক্তে
সমাধান,আলোচনা,সহমর্মিতা কবে আসবে-
কাঁদছে যে আমার সোনার বাংলাদেশ।
কিম্বা খালেদার খেলা দেখে
মানুষ মারার খেলা,নৃশংস
রাজনৈতিক গ্যাড়াকলে,প্রতিহিংসায়-
আমজনতার খুনে লালে লাল
আমার সোনার বাংলাদেশ।
অবরোধ-হরতাল,খুন আর গুম
সহনশীলতাহীন,মায়ামমতাহীন
আগ্রাসী রাজনীতি,ক্ষমতার মোহ
জ্বালাময়ী প্রতিহিংসা,দয়া-মায়াহীন-
মানুষ যেন দানব,শূন্য বিবেক
এই আমার বর্তমান বাংলাদেশ।
রক্তদামে কেনা সোনার স্বদেশ
আজ পোস্টমর্টেম করে রাজনীতিবীদগণ
এতটুকু ছাড় দিতে চায় না কেউ
শুধু ক্ষমতা চাই -আমজনতার রক্তে
সমাধান,আলোচনা,সহমর্মিতা কবে আসবে-
কাঁদছে যে আমার সোনার বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৬/১২/২০২১অতীব সুন্দর উপস্থাপন।l
-
অভিজিৎ হালদার ২৬/১২/২০২১বেশ ভাবনাময়
-
আলমগীর সরকার লিটন ২৬/১২/২০২১বেশ ভাবনাময় কবি দা