ফিলিস্তিন-এক
বিশ্ব বেহায়া ইসরাইল,খুনির দল
মানুষের খুনে রক্তখোরের দল উল্লাসে মত্ত
ধ্বংস হোক ইসরাইল,অবৈধ রাষ্ট্র।
ধরিত্রীর যত ঘৃণা,যত অভিশাপ
যেখানে যত ধিক্কার রয়েছে লুক্কায়িত
সবটুকু হোক ইসরাইলের জন্য নির্ধারিত।
রক্তে রাঙানো মুখ
অবুঝ শিশুর মুখ
আহ!ফেটে যায় বুক।
নিরীহ মানুষের খুনে
লাল হলো জমিন ফিলিস্তিনে
কি করে বিশ্ব বিবেক আনন্দ আয়োজনে।
মুসলিম বিশ্ব রুখে দাঁড়াও
কলেমার শক্তিতে এক হও
অস্ত্র ধরো ইসরাইল ধ্বংসে।
ধ্বংস হোক ইসরাইল
ধ্বংস হোক অমানবিকতা
জাগ্রত হোক বিবেক,বিশ্ব মানবতা।
মানুষের খুনে রক্তখোরের দল উল্লাসে মত্ত
ধ্বংস হোক ইসরাইল,অবৈধ রাষ্ট্র।
ধরিত্রীর যত ঘৃণা,যত অভিশাপ
যেখানে যত ধিক্কার রয়েছে লুক্কায়িত
সবটুকু হোক ইসরাইলের জন্য নির্ধারিত।
রক্তে রাঙানো মুখ
অবুঝ শিশুর মুখ
আহ!ফেটে যায় বুক।
নিরীহ মানুষের খুনে
লাল হলো জমিন ফিলিস্তিনে
কি করে বিশ্ব বিবেক আনন্দ আয়োজনে।
মুসলিম বিশ্ব রুখে দাঁড়াও
কলেমার শক্তিতে এক হও
অস্ত্র ধরো ইসরাইল ধ্বংসে।
ধ্বংস হোক ইসরাইল
ধ্বংস হোক অমানবিকতা
জাগ্রত হোক বিবেক,বিশ্ব মানবতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২৭/১২/২০২১আজ আমরা কতটা দুর্বল, শোষিত হচ্ছি প্রতিটি স্তরে; কিন্তু কেন? মুসলিম কি এতটাই দুর্বল ছিল গোঁড়া থেকে!?
-
বোরহানুল ইসলাম লিটন ২৭/১২/২০২১মানবিক উচ্চারণে সুন্দর আহ্বান।
-
ফয়জুল মহী ২৬/১২/২০২১অতীব সুন্দর উপস্থাপন।