ফেব্রুয়ারি-২০১৫
কত সহজে মানুষ খুন
মানুষের হাতে
কি ভয়ানক দৃশ্য
সহ্য করা যায় না কিছুতে।
মানুষের বিবেক
মানুষের ভালোবাসা
মানুষের সহানুভূতি
সবই আজ দুরাশা।
সোনার বাংলাদেশ রক্ত দামে
কিনেছিল যারা
তারাও হবে স্তম্ভিত আজ
দেখে এ রুধির ধারা।
ক্ষমতা চিরদিনের জন্য নয়
নেতা-নেত্রী কেন বোঝেনা
সাধারণ মানুষের খুন
আর দেখতে চাই না।
মানুষের হাতে
কি ভয়ানক দৃশ্য
সহ্য করা যায় না কিছুতে।
মানুষের বিবেক
মানুষের ভালোবাসা
মানুষের সহানুভূতি
সবই আজ দুরাশা।
সোনার বাংলাদেশ রক্ত দামে
কিনেছিল যারা
তারাও হবে স্তম্ভিত আজ
দেখে এ রুধির ধারা।
ক্ষমতা চিরদিনের জন্য নয়
নেতা-নেত্রী কেন বোঝেনা
সাধারণ মানুষের খুন
আর দেখতে চাই না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ২৭/১২/২০২১বেশ।
-
ফয়জুল মহী ২৫/১২/২০২১সুন্দর