জনতা
ক্ষমতা দরকারি
জনগনও দরকারি
তাই এত অভিনয়
বিরোধী বা সরকারি।
আমজনতাকে পুঁজি করে
বিরোধী উল্লাসে
সরকারি উল্লাসে
নীরবে জনতা ফাঁসে।
ডান হাতে জনতা
বাম হাতেও নাকি জনতা
মুখোশের আড়ালে নেতা-নেত্রী
চায় শুধু ক্ষমতা।
ভালোবাসে না কোনো শালা
আমজনতার কেউ নাই
নিজে পারলে নিজে বাঁচো
ভোটে জিতলেই বাই বাই।
এবার জনতা জবাব দাও
সরকারি কিম্বা বিরোধী হোক
দুষ্ট হলেই বর্জন করো
জয়ের মালা জনতারই হোক।
জনগনও দরকারি
তাই এত অভিনয়
বিরোধী বা সরকারি।
আমজনতাকে পুঁজি করে
বিরোধী উল্লাসে
সরকারি উল্লাসে
নীরবে জনতা ফাঁসে।
ডান হাতে জনতা
বাম হাতেও নাকি জনতা
মুখোশের আড়ালে নেতা-নেত্রী
চায় শুধু ক্ষমতা।
ভালোবাসে না কোনো শালা
আমজনতার কেউ নাই
নিজে পারলে নিজে বাঁচো
ভোটে জিতলেই বাই বাই।
এবার জনতা জবাব দাও
সরকারি কিম্বা বিরোধী হোক
দুষ্ট হলেই বর্জন করো
জয়ের মালা জনতারই হোক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৪/১২/২০২১Valo laglo kobita
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৪/১২/২০২১জনতার জয়।
-
বোরহানুল ইসলাম লিটন ২৪/১২/২০২১সময়ের সাবলিল উচ্চারণ।
-
ফয়জুল মহী ২৩/১২/২০২১অপূর্ব শব্দ চয়ন ,
-
অভিজিৎ হালদার ২৩/১২/২০২১ভালো লাগলো কবিতাটি