সংগ্রাম
পাল্টাতে হবে নিজেকে তাই সংগ্রাম
উদয়-অস্ত সংগ্রাম,পাল্টাতেই হবে
ধরা মাঝে অর্থ চাই বিত্ত চাই
চাই সম্মান-স্ট্যাটাস চাই চাই শুধু চাই
এ চাওয়ার শেষ নেই,আশা অফুরন্ত
ভাবি না আমরা কেউ জীবন সীমিত।
সীমিত জীবনে চাওয়া-পাওয়া অফুরান
প্রথম শ্রেণির প্রার্থনা প্রত্যেকের বুকে
পাল্টাতে পারি কিম্বা নাই পারি
ধরিত্রীর মাঝে সংগ্রাম সে ত চলছেই
সবকিছু ভুলে দুনিয়া পেতে এত সংগ্রাম
মিছে মরীচিকার মোহে করি কতো সংগ্রাম।
পাল্টাতে হবে নিজেকে,পাল্টাতেই হবে
তাই তো সংগ্রাম,উদয়-অস্ত সংগ্রাম
সংগ্রামে আপত্তি নাই,রয়েছে দরকার
শুধু হুস টুকু চাই,আল্লাহ-রাসূল চেনা চাই
সঠিক পথের সংগ্রাম আর মেহনতটুকু চাই
একূল-ওকূল দু’জাহানের তরে এসো করি সংগ্রাম।
উদয়-অস্ত সংগ্রাম,পাল্টাতেই হবে
ধরা মাঝে অর্থ চাই বিত্ত চাই
চাই সম্মান-স্ট্যাটাস চাই চাই শুধু চাই
এ চাওয়ার শেষ নেই,আশা অফুরন্ত
ভাবি না আমরা কেউ জীবন সীমিত।
সীমিত জীবনে চাওয়া-পাওয়া অফুরান
প্রথম শ্রেণির প্রার্থনা প্রত্যেকের বুকে
পাল্টাতে পারি কিম্বা নাই পারি
ধরিত্রীর মাঝে সংগ্রাম সে ত চলছেই
সবকিছু ভুলে দুনিয়া পেতে এত সংগ্রাম
মিছে মরীচিকার মোহে করি কতো সংগ্রাম।
পাল্টাতে হবে নিজেকে,পাল্টাতেই হবে
তাই তো সংগ্রাম,উদয়-অস্ত সংগ্রাম
সংগ্রামে আপত্তি নাই,রয়েছে দরকার
শুধু হুস টুকু চাই,আল্লাহ-রাসূল চেনা চাই
সঠিক পথের সংগ্রাম আর মেহনতটুকু চাই
একূল-ওকূল দু’জাহানের তরে এসো করি সংগ্রাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ২৩/১২/২০২১সুন্দর।
-
আলমগীর সরকার লিটন ২৩/১২/২০২১বেশ চেতনামূলক ভাবনা
-
ফয়জুল মহী ২২/১২/২০২১খুব ভাল লাগল ।
-
সাইয়িদ রফিকুল হক ২২/১২/২০২১ভালো।