কেউ হাসে কেউ কাঁদে
সময়।অফুরন্ত খেলা খেলে
চলে যায়
ধরে রাখা যায় না কিছুতেই
অদ্ভূত সময়।
কেউ হাসে কেউ কাঁন্দে
কেউ সুখে কেউ দুখে কেউ ফান্দে
কেউ ধনী কেউ গরীব
কেউ বলবান কেউ নির্জীব
কেউ অপচয় করে
কেউ পায় না রে
কেউ ইমারত গড়ে
কেউ ফুটপাতের নীড়ে।
কারো টাকার পাহাড়
কারো জোটে না আহার
কারো ক্ষমতার লোভ
কারো না পেয়ে ক্ষোভ
কারো পাওয়ার শেষ হয় না
কারো ভাগ্যে কিছু জোটে না।
এইভাবে এই জনপদে
কত কিছুর বাহার
অদ্ভূত সময় সাক্ষী থাকে
ফুসরৎ নেই কারো তাকাবার।
চলে যায়
ধরে রাখা যায় না কিছুতেই
অদ্ভূত সময়।
কেউ হাসে কেউ কাঁন্দে
কেউ সুখে কেউ দুখে কেউ ফান্দে
কেউ ধনী কেউ গরীব
কেউ বলবান কেউ নির্জীব
কেউ অপচয় করে
কেউ পায় না রে
কেউ ইমারত গড়ে
কেউ ফুটপাতের নীড়ে।
কারো টাকার পাহাড়
কারো জোটে না আহার
কারো ক্ষমতার লোভ
কারো না পেয়ে ক্ষোভ
কারো পাওয়ার শেষ হয় না
কারো ভাগ্যে কিছু জোটে না।
এইভাবে এই জনপদে
কত কিছুর বাহার
অদ্ভূত সময় সাক্ষী থাকে
ফুসরৎ নেই কারো তাকাবার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ২১/১২/২০২১অগোছালো ভাবনা
-
ফয়জুল মহী ২০/১২/২০২১তৃপ্তিদিায়ক লিখনী ।
-
সাইয়িদ রফিকুল হক ২০/১২/২০২১ভালো।