গণতন্ত্র
বিরোধীর কন্ঠরোধ করে গণতন্ত্র নয়
বিরোধীকে গুম করে গণতন্ত্র নয়
বিরোধীকে মেরে ফেলে কি গণতন্ত্র হয়
বিরোধীকে ও বলতে দিয়ে হয়।
গণতন্ত্র জনগনের জন্য
সরকারি-বিরোধী সকলের অধিকার
দেশ গড়ার-কথা বলার
সবাই মানুষ,সকলের বাঁচার দরকার।
সহিংসতা,হানাহানি-রেষারেষি
সকাল-সন্ধ্যা আমজনতার খুন
দেশের বুকে-শত মায়ের বুকে
অহরহ জ্বলছে যে আগুন
এ বৈশিষ্ট্য গণতন্ত্রের নয়-
নয় চাওয়া নয় এত এত খুন।
এখন দুই হাজার পনের-
ভাবি এসেছে সময় ভেবে দেখার
কন্ঠরোধ নয়,নয় গুম,নয় খুন
বুঝি এসেছে সময় ভালোবাসার
স্বার্থপরতা ভুলে সবাই মিলে
সোনার বাংলাদেশ গড়ে তোলার।
বিরোধীকে গুম করে গণতন্ত্র নয়
বিরোধীকে মেরে ফেলে কি গণতন্ত্র হয়
বিরোধীকে ও বলতে দিয়ে হয়।
গণতন্ত্র জনগনের জন্য
সরকারি-বিরোধী সকলের অধিকার
দেশ গড়ার-কথা বলার
সবাই মানুষ,সকলের বাঁচার দরকার।
সহিংসতা,হানাহানি-রেষারেষি
সকাল-সন্ধ্যা আমজনতার খুন
দেশের বুকে-শত মায়ের বুকে
অহরহ জ্বলছে যে আগুন
এ বৈশিষ্ট্য গণতন্ত্রের নয়-
নয় চাওয়া নয় এত এত খুন।
এখন দুই হাজার পনের-
ভাবি এসেছে সময় ভেবে দেখার
কন্ঠরোধ নয়,নয় গুম,নয় খুন
বুঝি এসেছে সময় ভালোবাসার
স্বার্থপরতা ভুলে সবাই মিলে
সোনার বাংলাদেশ গড়ে তোলার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৭/২০২৩অনুপম
-
আকাশ অঙ্কুর ০৩/০২/২০২২ভালো লেখা 🥀
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/১২/২০২১সুন্দর
-
জামাল উদ্দিন জীবন ২০/১২/২০২১সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ২০/১২/২০২১সুন্দর উপলব্ধির ব্যক্ততা।
মুগ্ধতা রইল অশেষ পাতায়। -
ফয়জুল মহী ১৯/১২/২০২১খুব ভালো লাগলো কবিতাটি।