রক্তলীলা
মানুষ নাম,মান হুস নাই আজি
বেহুস-বেদিশা আমজনতা ছুটছে সারাবেলা
খুন,বাংলাদেশে রক্তের খেলা
গণতন্ত্র,নীরবে দেখছে রক্তলীলা।
বিচার,উৎফুল্ল প্রহসন সারাবেলা
ভঙ্গুর ন্যায়-নীতি,দুর্নীতির জয়ধ্বনি
অট্টহাসিতে মত্ত কূপমন্ডুক-দূর্জন
অসহায় মরে,চলছে দলাদলি-হানাহানি।
বাংলাদেশের বুকে স্বাধীন পতাকা
আজি পরাধীনতায় মলিন হতে চায়
কি সেই পরাধীনতা?তার নাম-
জুলুম,হত্যা,দুর্নীতি,ঘুষ।চলছে অবলীলায়।
পুলিশি নির্যাতন।শিশু হত্যা-কত জুলুম
আমার বাংলাদেশে সহস্র মাতার আহাজারি
রোজ দেখি।আঁখিজল মুছি-পরিত্রাণ নাই
(তবে)শোষকেরা হুশিয়ার।আমজনতা সইবে না আর বাড়াবাড়ি।
বেহুস-বেদিশা আমজনতা ছুটছে সারাবেলা
খুন,বাংলাদেশে রক্তের খেলা
গণতন্ত্র,নীরবে দেখছে রক্তলীলা।
বিচার,উৎফুল্ল প্রহসন সারাবেলা
ভঙ্গুর ন্যায়-নীতি,দুর্নীতির জয়ধ্বনি
অট্টহাসিতে মত্ত কূপমন্ডুক-দূর্জন
অসহায় মরে,চলছে দলাদলি-হানাহানি।
বাংলাদেশের বুকে স্বাধীন পতাকা
আজি পরাধীনতায় মলিন হতে চায়
কি সেই পরাধীনতা?তার নাম-
জুলুম,হত্যা,দুর্নীতি,ঘুষ।চলছে অবলীলায়।
পুলিশি নির্যাতন।শিশু হত্যা-কত জুলুম
আমার বাংলাদেশে সহস্র মাতার আহাজারি
রোজ দেখি।আঁখিজল মুছি-পরিত্রাণ নাই
(তবে)শোষকেরা হুশিয়ার।আমজনতা সইবে না আর বাড়াবাড়ি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ১৯/১২/২০২১ভালো
-
ফয়জুল মহী ১৮/১২/২০২১চমৎকার
-
অভিজিৎ হালদার ১৮/১২/২০২১Valo vabna
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৮/১২/২০২১সুন্দর