হয়তো কখনো সহসা
মানুষের মাঝে কিছু সারমেয় শিশু
ঘেউ ঘেউ করে না ঠিকই তবু
রোজ রোজ অন্যের জন্য ভোগান্তির
এরা হারামি দ্যাখে না চেয়ে প্রভু।
মুখোশধারী এইসব জানোয়ার ভদ্রলোক
মানুষের পরে জুলুম করে করে
গড়ছে নিজের অট্টালিকা,সৌভাগ্য
নামে না অভিশাপ এতটুকু এদের তরে।
নীরবে চুপচাপ শুধু সয়ে যাওয়া
হতভাগ্য জনের বুকে কত অভিশাপ
জমেছে রোজ রোজ কেউ তো জানে না
ঐ অভিশাপে পুড়বে পাপীরা পাবে না মাফ।
এইসব ক্ষমতালোভী সম্পদশালী মানুষেরা
ধোঁকাবাজি করে বড় হচ্ছে যারা রোজ
এরা ধ্বংস হবেই হয়তো কখনো সহসা
তুমি দেখে নিও বন্ধু শুধু নীরবে রাখ খোঁজ।
ঘেউ ঘেউ করে না ঠিকই তবু
রোজ রোজ অন্যের জন্য ভোগান্তির
এরা হারামি দ্যাখে না চেয়ে প্রভু।
মুখোশধারী এইসব জানোয়ার ভদ্রলোক
মানুষের পরে জুলুম করে করে
গড়ছে নিজের অট্টালিকা,সৌভাগ্য
নামে না অভিশাপ এতটুকু এদের তরে।
নীরবে চুপচাপ শুধু সয়ে যাওয়া
হতভাগ্য জনের বুকে কত অভিশাপ
জমেছে রোজ রোজ কেউ তো জানে না
ঐ অভিশাপে পুড়বে পাপীরা পাবে না মাফ।
এইসব ক্ষমতালোভী সম্পদশালী মানুষেরা
ধোঁকাবাজি করে বড় হচ্ছে যারা রোজ
এরা ধ্বংস হবেই হয়তো কখনো সহসা
তুমি দেখে নিও বন্ধু শুধু নীরবে রাখ খোঁজ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ২০/১২/২০২১সুন্দর লিখেছেন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/১২/২০২১বেশ ভাল!
-
আলমগীর সরকার লিটন ১৮/১২/২০২১বেশ ভাবনাময়
-
ফয়জুল মহী ১৭/১২/২০২১সাবলীল শব্দ চয়ন,