কারফিউ
হৃদয়ে কারফিউ সারাবেলা
কারফিউ চলে সময়ের বুকে ও
তাইতো কাগজ সাদাই রয়ে যায়
চলে না কালির আঁচর শত চেষ্টায় ও।
হৃদয়ের কপাট খুলে
দখিন হাওয়ার পরশ মেখে
উন্মুক্ত আলোতে মেতেছি সৃষ্টিতে
কূপমন্ডুক হিংসায় জ্বলে তা দেখে।
মেলে না ফুসরত হৃদয়ে কান্না
শুনতে পায়না কেউ ভিতরে বাহিরে
তবু আঁখি জলে কারফিউ ভেঙ্গে
বারবার এসেছি সৃষ্টির দুয়ারে।
প্রতিবন্ধকতায় বাধা বিপত্তিতে ভেঙ্গেচূড়ে
আমি তো সহস্রবার হয়েছি জেরবার
তবু ফের হাসিমুখে ধরেছি এই লেখনি
নিজের ভাষায় বিরহী আবেগে এ বিশ্ব মাঝার।
হৃদয়ের কারফিউ ভেঙ্গেছি হাজারবার
ভেঙ্গেছি সময়ের দেয়াল রাত ভোর জেগে
তবু বেসেছি ভালো আমার বিরহ লেখনি
লিখে যাই নিশ্চুপ যার যেমন লাগে।
কারফিউ চলে সময়ের বুকে ও
তাইতো কাগজ সাদাই রয়ে যায়
চলে না কালির আঁচর শত চেষ্টায় ও।
হৃদয়ের কপাট খুলে
দখিন হাওয়ার পরশ মেখে
উন্মুক্ত আলোতে মেতেছি সৃষ্টিতে
কূপমন্ডুক হিংসায় জ্বলে তা দেখে।
মেলে না ফুসরত হৃদয়ে কান্না
শুনতে পায়না কেউ ভিতরে বাহিরে
তবু আঁখি জলে কারফিউ ভেঙ্গে
বারবার এসেছি সৃষ্টির দুয়ারে।
প্রতিবন্ধকতায় বাধা বিপত্তিতে ভেঙ্গেচূড়ে
আমি তো সহস্রবার হয়েছি জেরবার
তবু ফের হাসিমুখে ধরেছি এই লেখনি
নিজের ভাষায় বিরহী আবেগে এ বিশ্ব মাঝার।
হৃদয়ের কারফিউ ভেঙ্গেছি হাজারবার
ভেঙ্গেছি সময়ের দেয়াল রাত ভোর জেগে
তবু বেসেছি ভালো আমার বিরহ লেখনি
লিখে যাই নিশ্চুপ যার যেমন লাগে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৬/১২/২০২১Amazing writen
-
শ.ম. শহীদ ১৬/১২/২০২১অনন্য।
শুভকামনা কবির জন্য। -
শামুক ১৬/১২/২০২১সুন্দর!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৬/১২/২০২১অসাধারণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/১২/২০২১nice post
-
ফয়জুল মহী ১৫/১২/২০২১Excellent writen