পরাজয়
মানুষের সেবা মানুষের প্রার্থনা
আজ হারিয়ে গিয়েছে
দুনিয়ার সুখে মসগুল সবে
বিবেককে বিদায় দিয়েছে।
আপনার সুখ রচিতে গিয়া
অপরাধকে আপন করেছে
পূন্য পথে আগ্রহ নাই কারো
ভালোবাসা ভুলে গিয়েছে।
এই হালচাল ধরা মাঝে
বাংলাদেশ কিম্বা পরদেশে
কোথাও সহমর্মিতা নাই
হেরেছে সবে টাকার কাছে।
মানুষের প্রার্থনা শুনছে না কেউ
টাকায় মেলে সরকারি সেবা
আমজনতা পদদলিত রোজ রোজ
কে আছে আর দেখবে কে-বা?
আজ হারিয়ে গিয়েছে
দুনিয়ার সুখে মসগুল সবে
বিবেককে বিদায় দিয়েছে।
আপনার সুখ রচিতে গিয়া
অপরাধকে আপন করেছে
পূন্য পথে আগ্রহ নাই কারো
ভালোবাসা ভুলে গিয়েছে।
এই হালচাল ধরা মাঝে
বাংলাদেশ কিম্বা পরদেশে
কোথাও সহমর্মিতা নাই
হেরেছে সবে টাকার কাছে।
মানুষের প্রার্থনা শুনছে না কেউ
টাকায় মেলে সরকারি সেবা
আমজনতা পদদলিত রোজ রোজ
কে আছে আর দেখবে কে-বা?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ১৫/১২/২০২১বেশ
-
ফয়জুল মহী ১৪/১২/২০২১Excellent