তুমি-আমি
তুমি কতো ভালোবাস
তাইতো তোমার এত অভিমান
আমি অবুঝ ব্যস্ততায় সারাবেলা
আমার ভালোবাসা খূবই ম্লান।
তুমি কতো প্রতীক্ষায় থাকো
মোবাইল রিংটোন বাজবে কখন
আমার কর্মব্যস্ত অসহায় জীবন
ব্যর্থ করে তোমার প্রতীক্ষা সারাক্ষণ।
তুমি আমি দুইদিকে বহুদূরে
তবু ভালোবাসা কতো অমলিন
তুমি শতভাগ আমি কিঞ্চিত
তবু প্রতীক্ষা কাছাকাছি ক্লান্তিহীন।
তুমি আমি দুটি প্রাণ এক আত্না
অভিমান তোমার অমূলক নয়
ভালোবাসা যার বুকেতে রয়
অভিমান তো হায় তাকেই মানায়।
ওগো প্রাণপ্রিয়া ওগো বঁধুয়া
তোমার লাগিয়া আমার হিয়া
পুড়ে পুড়ে যায় সারাক্ষণ সারাবেলা
রে অভিমানি তুমিও রাখ জানিয়া।
তাইতো তোমার এত অভিমান
আমি অবুঝ ব্যস্ততায় সারাবেলা
আমার ভালোবাসা খূবই ম্লান।
তুমি কতো প্রতীক্ষায় থাকো
মোবাইল রিংটোন বাজবে কখন
আমার কর্মব্যস্ত অসহায় জীবন
ব্যর্থ করে তোমার প্রতীক্ষা সারাক্ষণ।
তুমি আমি দুইদিকে বহুদূরে
তবু ভালোবাসা কতো অমলিন
তুমি শতভাগ আমি কিঞ্চিত
তবু প্রতীক্ষা কাছাকাছি ক্লান্তিহীন।
তুমি আমি দুটি প্রাণ এক আত্না
অভিমান তোমার অমূলক নয়
ভালোবাসা যার বুকেতে রয়
অভিমান তো হায় তাকেই মানায়।
ওগো প্রাণপ্রিয়া ওগো বঁধুয়া
তোমার লাগিয়া আমার হিয়া
পুড়ে পুড়ে যায় সারাক্ষণ সারাবেলা
রে অভিমানি তুমিও রাখ জানিয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/১২/২০২১বেশ!
-
জামাল উদ্দিন জীবন ১৩/১২/২০২১বেশ।
-
সাইয়িদ রফিকুল হক ১২/১২/২০২১ভাল।