সবুজ মন কেঁদেছে
কি আর বলবো কি আর বলার আছে
অযাচিত দুঃখ বুকের মাঝে রয়েছে
কি আর বলবো কি আর বলার আছে
হারানো বেদনা হৃদয়ে জমে রয়েছে।
কি আর বলবো কি আর বলার আছে
সুখের পাখিরা দল বেঁধে উড়ে গেছে
কি আর বলবো কি আর বলার আছে
বিষাদের গান হৃদ মাঝারে জমেছে।
কি আর বলবো কি আর বলার আছে
কারা যেন হায় বুকে পাথর রেখেছে
কি আর বলবো কি আর বলার আছে
কত কত আশা আমায় ফাঁকি দিয়েছে।
কি আর বলবো কি আর বলার আছে
সবকিছু ভেঙ্গে মনকে মেরে ফেলেছে
কি আর বলবো কি আর বলার আছে
হতাশায় ডুবে সবুজ মন কেঁদেছে।
০৯/১২/২০২১
অযাচিত দুঃখ বুকের মাঝে রয়েছে
কি আর বলবো কি আর বলার আছে
হারানো বেদনা হৃদয়ে জমে রয়েছে।
কি আর বলবো কি আর বলার আছে
সুখের পাখিরা দল বেঁধে উড়ে গেছে
কি আর বলবো কি আর বলার আছে
বিষাদের গান হৃদ মাঝারে জমেছে।
কি আর বলবো কি আর বলার আছে
কারা যেন হায় বুকে পাথর রেখেছে
কি আর বলবো কি আর বলার আছে
কত কত আশা আমায় ফাঁকি দিয়েছে।
কি আর বলবো কি আর বলার আছে
সবকিছু ভেঙ্গে মনকে মেরে ফেলেছে
কি আর বলবো কি আর বলার আছে
হতাশায় ডুবে সবুজ মন কেঁদেছে।
০৯/১২/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ১৩/১২/২০২১ভালো
-
Md. Rayhan Kazi ১১/১২/২০২১দারুণ
-
ফয়জুল মহী ১০/১২/২০২১চমৎকার আপনার লেখনী l
-
রইসউদ্দিন গায়েন ১০/১২/২০২১কবি বন্ধু, এই আঘাত, হতাশা, নিরাশার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় এই কবিতা, কবিতা-বন্ধু, কবিতা-সখা। ভাল থাকবেন!