সাদা মনের মানুষের দলে
বিষাদের লিরিক অন্তবিহীন
চারিদিকে অন্ধকারের জয়ধ্বনি
তবু সাদা মনের মানুষেরা
জানায় আলোর বারতা আগমনি।
ঐ পবিত্র মনের মানুষগুলোর সঙ্গে
আমিও সামিল থাকতে চাই
চাই ভুবন জুড়ে আলো ছড়াতে
আমার মনে কোনো কলুষতা নাই।
আলো ছড়িয়ে আলোকিত করতে
সংগ্রামী যারা জীবন জুড়ে
তাদের সঙ্গী আমি আজীবন
বিশ্বজমিনে এই ধরার পরে।
এই বিষাদ ভুবনের অন্ধকারে
যারা করছে আলোর চাষবাস
আমি তাদের দলে ভাই
বুক জুড়ে আলোকধারা ঝরে বার মাস।
চারিদিকে অন্ধকারের জয়ধ্বনি
তবু সাদা মনের মানুষেরা
জানায় আলোর বারতা আগমনি।
ঐ পবিত্র মনের মানুষগুলোর সঙ্গে
আমিও সামিল থাকতে চাই
চাই ভুবন জুড়ে আলো ছড়াতে
আমার মনে কোনো কলুষতা নাই।
আলো ছড়িয়ে আলোকিত করতে
সংগ্রামী যারা জীবন জুড়ে
তাদের সঙ্গী আমি আজীবন
বিশ্বজমিনে এই ধরার পরে।
এই বিষাদ ভুবনের অন্ধকারে
যারা করছে আলোর চাষবাস
আমি তাদের দলে ভাই
বুক জুড়ে আলোকধারা ঝরে বার মাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১০/১২/২০২১চমৎকার শব্দশৈলী
-
সাইয়িদ রফিকুল হক ০৯/১২/২০২১ভালো।