বিরহী সমুদ্রে
সারাটি বুক জুড়ে ক্ষত
কান্নার বসবাস হৃদয়ে সতত।
আঁখিজল ঝরে না কভু
নিদারুণ দহন দেখেন শুধু প্রভু
আমার ভুবনে আমার ই বসবাস
সারাটিক্ষণ জুড়ে দুঃখের চাষবাস।
কতোদিন ধরে কতো কতো প্রতীক্ষা
তবুও হলো না শেষ নিদারুণ অপেক্ষা
বুঝি অন্ধকার আলোতে মিলাবে
ফুটলো না আলো জানি না কি হবে।
আমার ভুবনে আমার ভাবনায়
আমার ই বোঝাপড়া বিষাদি কান্নায়।
আমার প্রতীক্ষা কিম্বা আঁখিজল
সুখ-দুঃখের অনুভূতিতে ছলছল
বুঝবে না কেউ বুঝবেই না হায়
বিরহী সমুদ্রে কে বৈঠা চালাতে চায়।
সারাটি জীবন জুড়ে একাকি অসহায়
লুকিয়ে রাখা নিজেকে নীরব কান্নায়।
১১.১২.২০১৬
কান্নার বসবাস হৃদয়ে সতত।
আঁখিজল ঝরে না কভু
নিদারুণ দহন দেখেন শুধু প্রভু
আমার ভুবনে আমার ই বসবাস
সারাটিক্ষণ জুড়ে দুঃখের চাষবাস।
কতোদিন ধরে কতো কতো প্রতীক্ষা
তবুও হলো না শেষ নিদারুণ অপেক্ষা
বুঝি অন্ধকার আলোতে মিলাবে
ফুটলো না আলো জানি না কি হবে।
আমার ভুবনে আমার ভাবনায়
আমার ই বোঝাপড়া বিষাদি কান্নায়।
আমার প্রতীক্ষা কিম্বা আঁখিজল
সুখ-দুঃখের অনুভূতিতে ছলছল
বুঝবে না কেউ বুঝবেই না হায়
বিরহী সমুদ্রে কে বৈঠা চালাতে চায়।
সারাটি জীবন জুড়ে একাকি অসহায়
লুকিয়ে রাখা নিজেকে নীরব কান্নায়।
১১.১২.২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ০৯/১২/২০২১ভালো
-
মনিরুজ্জামান প্রমউখ ০৬/১২/২০২১ভালো ।
-
ফয়জুল মহী ০৪/১২/২০২১অনবদ্যভাবে উপস্থাপন । মুগ্ধ হলাম পাঠে।
-
সাইয়িদ রফিকুল হক ০৪/১২/২০২১ভাল।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/১২/২০২১সুন্দর হয়েছে। শুভ কামনা।