রক্তপিপাসু
মানবতার দুয়ারে পড়েছে খিল।
দিকে দিকে নিদারুণ গনহত্যা
মরছে মানুষ অগনন অবিরত
জোড় যার মুল্লুক তার এই নীতি।
ইরাক ফিলিস্তিন আফগানিস্তান
কাশ্মীর অথবা মায়ানমারের বুক
রুধির ধারায় হলো লালে লাল
আজ রক্ত পলাশ ফোটে তার বুকে।
কাঁদে আকাশ বাতাস জমিন আসমান।
হায় ধরনী আজ শোক সাগরে
দিকে দিকে শুনি শোক মাতম
শকুনের ছোবল গ্রাস করেছে অবনী।
নাই নাই আজ মানবতা নাই কোথাও
মানুষ হয়েছে রক্তপিপাসু হায়েনা
দিকে দিকে জেগেছে দানবের দল।
মানবতার দুয়ার বন্ধ হয়েছে পুরোপুরি
কাঁদে আকাশ বাতাস জমিন আসমান।
২৩/১০/২০১৭
দিকে দিকে নিদারুণ গনহত্যা
মরছে মানুষ অগনন অবিরত
জোড় যার মুল্লুক তার এই নীতি।
ইরাক ফিলিস্তিন আফগানিস্তান
কাশ্মীর অথবা মায়ানমারের বুক
রুধির ধারায় হলো লালে লাল
আজ রক্ত পলাশ ফোটে তার বুকে।
কাঁদে আকাশ বাতাস জমিন আসমান।
হায় ধরনী আজ শোক সাগরে
দিকে দিকে শুনি শোক মাতম
শকুনের ছোবল গ্রাস করেছে অবনী।
নাই নাই আজ মানবতা নাই কোথাও
মানুষ হয়েছে রক্তপিপাসু হায়েনা
দিকে দিকে জেগেছে দানবের দল।
মানবতার দুয়ার বন্ধ হয়েছে পুরোপুরি
কাঁদে আকাশ বাতাস জমিন আসমান।
২৩/১০/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নিলাদ্র নাজিম ১৮/১০/২০২১অনেক সুন্দর কবিতা
-
মাহতাব বাঙ্গালী ০১/১০/২০২১মানবতা !!!
না
না
না
নাহঃ নাহঃ নাহঃ
সে তো বিকৃত মস্তিষ্কের শব্দ !!!!!
সভ্যতাকে ক্রয় করে বাস্তবতা
এখন ফানা !!! -
সুব্রত ভৌমিক ২৯/০৯/২০২১মানুষ হচ্ছে জঘন্য
দিন কে দিন,
চারদিক মানবতা শূন্য।
*********
সুন্দর লিখেছেন কবিতা।
শুভেচ্ছা রইলো। -
অভিজিৎ হালদার ২৯/০৯/২০২১ভালো
-
আলমগীর সরকার লিটন ২৯/০৯/২০২১বেশ মানবতার প্রকাশ
-
ফয়জুল মহী ২৮/০৯/২০২১খুব সুন্দর লিখেছেন।