যা হারিয়েছে
হারানো বিশ্বাস হারানো প্রেম
ফিরে কি পাওয়া যায় কখনো
যে আশা হারিয়েছে দূরে তেপান্তরে
যা হয়েছে স্মৃতি পুরানো ছবি
তাকে আর খুঁজে পাওয়া যাবে না কিছুতেই।
খুঁজ না বন্ধু তোমার সীমানার আশে পাশে
হারিয়ে যাওয়া কোনো কিছুকেই আর
যা হারিয়ে গেছে, যা জীর্ণ হয়েছে
তাকে যেতে দাও অতীতের গর্ভে
হারানো দুঃখে আর কেঁদোনা যেন
অতীতকে জমা রেখে ছুটে চল ভবিষ্যতের পানে।
০১.০৬.২০০৭
ফিরে কি পাওয়া যায় কখনো
যে আশা হারিয়েছে দূরে তেপান্তরে
যা হয়েছে স্মৃতি পুরানো ছবি
তাকে আর খুঁজে পাওয়া যাবে না কিছুতেই।
খুঁজ না বন্ধু তোমার সীমানার আশে পাশে
হারিয়ে যাওয়া কোনো কিছুকেই আর
যা হারিয়ে গেছে, যা জীর্ণ হয়েছে
তাকে যেতে দাও অতীতের গর্ভে
হারানো দুঃখে আর কেঁদোনা যেন
অতীতকে জমা রেখে ছুটে চল ভবিষ্যতের পানে।
০১.০৬.২০০৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃঅলোক সরকার ০৫/০৯/২০২১ভালো।
-
ফয়জুল মহী ২৬/০৮/২০২১চমৎকার শব্দে ভীষণ মুগ্ধ হলাম ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০৮/২০২১হারানো অতীত ফিরে আসুক।
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৮/২০২১ভালো।
-
অভিজিৎ হালদার ২৬/০৮/২০২১সুন্দর ভাবনার অবতারণা করেছেন কবিতার মাধ্যমে, প্রেমময় বিরহের সুন্দর ভাবনা।