বঁধুয়া
সুরে সুরে উড়ে উড়ে বহুদূরে
মোর মন হারায় আজ বহুদূরে
তোমারই পরশে ওগো বঁধুয়া
মন উড়ে চলে অচেনা সুদূরে।
যে দোলা লেগেছে হৃদয়পুরে
মন নাচে আজ যে নতুন সুরে
তা তো তোমারই ছোঁয়ায় বঁধুয়া
তুুমি বাঁধিলে মোরে মায়াডোরে।
সুরে সুরে উড়ে উড়ে মন নাচেরে
নাচেরে মন নাচেরে বারে বারে
কি মায়ায় জড়ালে ওগো বঁধুয়া
ভালোবাসায় ডুবালে যে মোরে।
আজ নবীন সুখে তোমার সুরে
হারাল হৃদয় ভালোবাসার নীড়ে
ব্যথিত পরাণে সুখ আনিলে বঁধুয়া
ভালোবাসি ভালোবাসি যে তোমারে।
০৯/১০/২০১৭
মোর মন হারায় আজ বহুদূরে
তোমারই পরশে ওগো বঁধুয়া
মন উড়ে চলে অচেনা সুদূরে।
যে দোলা লেগেছে হৃদয়পুরে
মন নাচে আজ যে নতুন সুরে
তা তো তোমারই ছোঁয়ায় বঁধুয়া
তুুমি বাঁধিলে মোরে মায়াডোরে।
সুরে সুরে উড়ে উড়ে মন নাচেরে
নাচেরে মন নাচেরে বারে বারে
কি মায়ায় জড়ালে ওগো বঁধুয়া
ভালোবাসায় ডুবালে যে মোরে।
আজ নবীন সুখে তোমার সুরে
হারাল হৃদয় ভালোবাসার নীড়ে
ব্যথিত পরাণে সুখ আনিলে বঁধুয়া
ভালোবাসি ভালোবাসি যে তোমারে।
০৯/১০/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০৮/২০২১দারুণ
-
আলমগীর সরকার লিটন ০৮/০৮/২০২১ছন্দময়
-
ফয়জুল মহী ০৮/০৮/২০২১অনেক ভালো লাগলো লেখাটা।
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/০৮/২০২১সুন্দর সুধার ধারায় প্রেমের কবিতা।