নারী
সে জননী রুপে
সে আমার জনমদুখী মা
সে ভগিনী রুপে
সে যে আমার প্রিয় বোন
সে প্রিয় বধু রুপে
সে আমার অর্ধাঙ্গিনী সারাক্ষণ
সে যে কে জানো তুমি
সে ই হলো নারী।
আমার চোখের জল মুছিয়ে
সারাক্ষণ মধুময় ছায়া দিয়ে
যে করলো বড় মোরে
সে আমার জননী।
স্নেহ,মায়ায় বাধলো যে মোরে
সে আমার প্রিয় ভগিনী।
যার ভালোবাসায় দিবাযামী ফুরায়
সে আমার বধু হৃদয়ের রানী।
জানো তুমি তার তাদের পরিচয়
সে হলো নারী কোমল হৃদয়খানি।
নারীদের তাই গালি দিও না ভাই
কভু তাদের অবজ্ঞা না করা চাই।
০১/১০/২০১৭
সে আমার জনমদুখী মা
সে ভগিনী রুপে
সে যে আমার প্রিয় বোন
সে প্রিয় বধু রুপে
সে আমার অর্ধাঙ্গিনী সারাক্ষণ
সে যে কে জানো তুমি
সে ই হলো নারী।
আমার চোখের জল মুছিয়ে
সারাক্ষণ মধুময় ছায়া দিয়ে
যে করলো বড় মোরে
সে আমার জননী।
স্নেহ,মায়ায় বাধলো যে মোরে
সে আমার প্রিয় ভগিনী।
যার ভালোবাসায় দিবাযামী ফুরায়
সে আমার বধু হৃদয়ের রানী।
জানো তুমি তার তাদের পরিচয়
সে হলো নারী কোমল হৃদয়খানি।
নারীদের তাই গালি দিও না ভাই
কভু তাদের অবজ্ঞা না করা চাই।
০১/১০/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৭/০৮/২০২১কবিতার প্রতি বেশ শ্রদ্ধা জানাই কবি দা
-
ফয়জুল মহী ০৭/০৮/২০২১খুবই মনোরম প্রকাশ।
-
জামাল উদ্দিন জীবন ০৭/০৮/২০২১সুন্দর উপস্হপনা।