সুখ পাখি
সুখের পাখিরা হায় উড়ে গ্যাছে
নীড় বাঁধার স্বপ্ন হাওয়ায় মিলেছে।
উড়ে চলা পাখিদের পিছে
স্বপ্নজাল বোনা হায়রে হায় মিছে।
পদচিহৃ পড়ে আছে বিষাদের
খুঁজলেই কি দেখা পাবে সুখের।
ঘুণে ধরা সেই পাখিদের বাসায়
নিঠুর কাল বিরহ স্বপ্ন সাজায়।
ঐ সাদা মেঘেদের সনে উড়ে যায়
পয়মাল স্বপ্নগুলো নিরালায় হারায়।
ভেবেছ আমি শুধু মিথ্যে বলেছি
নাগো নয় দেখ স্বপ্ন বাঁধন ছিঁড়েছি।
সুখ পাখি হয়ে গেল বিষাদের
করুণ রাগে গায় গীতি বিরহের।
জমে গেল দীর্ঘশ্বাস না পাওয়া আকুতি
আজ আপনায় আপনি ডুব বিষাদ বসতি।
নীড় বাঁধার স্বপ্ন হাওয়ায় মিলেছে।
উড়ে চলা পাখিদের পিছে
স্বপ্নজাল বোনা হায়রে হায় মিছে।
পদচিহৃ পড়ে আছে বিষাদের
খুঁজলেই কি দেখা পাবে সুখের।
ঘুণে ধরা সেই পাখিদের বাসায়
নিঠুর কাল বিরহ স্বপ্ন সাজায়।
ঐ সাদা মেঘেদের সনে উড়ে যায়
পয়মাল স্বপ্নগুলো নিরালায় হারায়।
ভেবেছ আমি শুধু মিথ্যে বলেছি
নাগো নয় দেখ স্বপ্ন বাঁধন ছিঁড়েছি।
সুখ পাখি হয়ে গেল বিষাদের
করুণ রাগে গায় গীতি বিরহের।
জমে গেল দীর্ঘশ্বাস না পাওয়া আকুতি
আজ আপনায় আপনি ডুব বিষাদ বসতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ০৫/০৮/২০২১দারুণ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০৮/২০২১সুন্দর অভিব্যক্তি প্রকাশিত হয়েছে। ধন্যবাদ কবি!
-
আমান শেখ ০৫/০৮/২০২১সুন্দর
-
আলমগীর সরকার লিটন ০৫/০৮/২০২১বেশ গীতিকবিতা কবি দা
-
জামাল উদ্দিন জীবন ০৫/০৮/২০২১বেশ রচিলেন।
-
ফয়জুল মহী ০৫/০৮/২০২১অসাধারণ উপস্থাপন করলেন প্রিয় কবি