ঈদের চাওয়া
ঈদের খুশি ঈদের আনন্দ
দোলা দিক সবার বুকে
মুছে যাক জড়তা সকল
হাসি থাকুক সবার মুখে।
ঈদের দিনের মধুর সুখ
সবার জীবনে চলে আসুক
দুঃখ সবে ভুলেই যাক
আনন্দে সবার মন মাতুক।
ঈদের দিনের উদারতা নিয়ে
উদার হোক সবার মন
ভুলে যাক সবাই কলুষতা
সবাই হোক সবার আপন।
এই ঈদের এটাই চাওয়া
দুঃখ মুছে আসুক সুখ
সবার জীবন কষ্ট ভুলুক
মুখে মুখে হাসি থাকুক।
27/7/21
দোলা দিক সবার বুকে
মুছে যাক জড়তা সকল
হাসি থাকুক সবার মুখে।
ঈদের দিনের মধুর সুখ
সবার জীবনে চলে আসুক
দুঃখ সবে ভুলেই যাক
আনন্দে সবার মন মাতুক।
ঈদের দিনের উদারতা নিয়ে
উদার হোক সবার মন
ভুলে যাক সবাই কলুষতা
সবাই হোক সবার আপন।
এই ঈদের এটাই চাওয়া
দুঃখ মুছে আসুক সুখ
সবার জীবন কষ্ট ভুলুক
মুখে মুখে হাসি থাকুক।
27/7/21
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২৮/০৭/২০২১চমৎকার ভাবনাময়
-
ফয়জুল মহী ২৮/০৭/২০২১Very good post
-
রেদওয়ান আহমেদ বর্ণ ২৮/০৭/২০২১বাহ!
কি সুন্দর ঈদের লেখা। -
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৭/২০২১ঈদের চাওয়া হাসি,
অনেক ভালোবাসি।