জীবনযাপন
জটিলতা।পদক্ষেপ কিংকর্তব্যবিমূঢ়
কুয়াশা দিকে দিকে,প্রবাহমান দুরাশা
ঝাপসা চোখে প্রত্যহ ভোর।নিরাশা।
দাঁড়াতে হয়।আঁখিজল মুছে রাস্তায়
কি থাকে-কি আছে আশা আর ভরসা
নীরব মনে জমেছে একবুক হতাশা।
জীবনযাপন।ধুঁকে ধুঁকে অনিমেশ
প্রবাহিত জলধারা দুনয়ন ঝাপসা
স্বপ্ন গুলো থেকে যায় ভাসা ভাসা।
অনিশ্চয়তা।পদার্পন সম্মুখে রোজ
কি চাওয়ার কি পাওয়ার শুধু দুরাশা
ব্যথিত মনে এলোমেলো আজব প্রত্যাশা।
০৬.০৯.২০১৩
কুয়াশা দিকে দিকে,প্রবাহমান দুরাশা
ঝাপসা চোখে প্রত্যহ ভোর।নিরাশা।
দাঁড়াতে হয়।আঁখিজল মুছে রাস্তায়
কি থাকে-কি আছে আশা আর ভরসা
নীরব মনে জমেছে একবুক হতাশা।
জীবনযাপন।ধুঁকে ধুঁকে অনিমেশ
প্রবাহিত জলধারা দুনয়ন ঝাপসা
স্বপ্ন গুলো থেকে যায় ভাসা ভাসা।
অনিশ্চয়তা।পদার্পন সম্মুখে রোজ
কি চাওয়ার কি পাওয়ার শুধু দুরাশা
ব্যথিত মনে এলোমেলো আজব প্রত্যাশা।
০৬.০৯.২০১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাগ্রত যুবক ১৩/০৭/২০২১বেশ লিখেছেন,,
-
ডাঃঅলোক সরকার ১০/০৭/২০২১শ্রদ্ধেয় কবি,
সুন্দর প্রকাশ ও শব্দচয়ন।পাঠ করে খুব ভালো লাগলো। শুভেচ্ছা রইলো অফুরান। -
কবি অন্তর চন্দ্র ০৯/০৭/২০২১খুব ভালো লেগেছে।