বিষাদ বিধুর প্রাণ
আজিকে পুলকিত চঞ্চল প্রাণ
ব্যথার ভারে হয়েছে ম্রিয়মান
স্বপ্ন আশা প্রত্যাশা ভালোবাসা
মৃত প্রায় হারিয়ে যায় থাকে দুরাশা।
আজিকে মন-প্রাণ বিরহে মলিন
বিষাদ স্মৃতিরা জেগে রয় অমলিন
দীর্ঘশ্বাস হা হুতাস আর পরাজয়
ঘিরে ধরে,চারিদিক আঁধার হয়।
আজিকে আসতে চায় না হৃদয়ে
কোনো স্বপ্ন সুর নীরবে বয়ে বয়ে
ধীর লয়ে ক্ষয়ে ক্ষয়ে যায় সবকিছু
বুঝি ছোটাছুটি মরিচিকার পিছু।
আজিকে বিষাদ বিধুর প্রাণে যন্ত্রণা
কাঁদায় শুধু নীরবে সহস্র বেদনা
চুপিচুপি চারিদিক নিশ্চুপ আঁধার
জানি না ছুটছি কোন সে পারাবার।
সেপ্টেম্বর,২০১২
ব্যথার ভারে হয়েছে ম্রিয়মান
স্বপ্ন আশা প্রত্যাশা ভালোবাসা
মৃত প্রায় হারিয়ে যায় থাকে দুরাশা।
আজিকে মন-প্রাণ বিরহে মলিন
বিষাদ স্মৃতিরা জেগে রয় অমলিন
দীর্ঘশ্বাস হা হুতাস আর পরাজয়
ঘিরে ধরে,চারিদিক আঁধার হয়।
আজিকে আসতে চায় না হৃদয়ে
কোনো স্বপ্ন সুর নীরবে বয়ে বয়ে
ধীর লয়ে ক্ষয়ে ক্ষয়ে যায় সবকিছু
বুঝি ছোটাছুটি মরিচিকার পিছু।
আজিকে বিষাদ বিধুর প্রাণে যন্ত্রণা
কাঁদায় শুধু নীরবে সহস্র বেদনা
চুপিচুপি চারিদিক নিশ্চুপ আঁধার
জানি না ছুটছি কোন সে পারাবার।
সেপ্টেম্বর,২০১২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি অন্তর চন্দ্র ০৩/০৭/২০২১বাহ্ ! অপূর্ব কবি।
-
ওমর ফারুক খাঁন রোয়েল ০২/০৭/২০২১অনন্য প্রকাশ
-
Md. Rayhan Kazi ০২/০৭/২০২১অনন্য লেখনশৈলী
-
ফয়জুল মহী ০২/০৭/২০২১মাধুর্য আর অনাবিল সুন্দর কথা I