কেমনে তারে পাই
কি করে বলি কেমনে বলি
কোথায় তারে পাই
ওগো কেমন করে বলি আমি
কেমনে তারে পাই
ওগো কোথায় তারে পাই
আমি কেমনে তারে পাই।।
আমার আঁখি ঝরে দিবানিশি
কাঁদি আমি তারি লাগি রোজ
বলো কাঁদব কতো আর হায়
কে দেবে মোরে বলো তার খোঁজ
ওগো কোথায় তারে পাই
আমি কেমনে তারে পাই।।
সারাটি জীবন জুড়ে বারেবারে
আমি চাইলাম শুধু তারে
হায়রে তবুও যে পাইলাম নারে
আমি পাইলাম না তারে
ওগো কোথায় তারে পাই
আমি কেমনে তারে পাই।।
৩০/১১/২০২০
কোথায় তারে পাই
ওগো কেমন করে বলি আমি
কেমনে তারে পাই
ওগো কোথায় তারে পাই
আমি কেমনে তারে পাই।।
আমার আঁখি ঝরে দিবানিশি
কাঁদি আমি তারি লাগি রোজ
বলো কাঁদব কতো আর হায়
কে দেবে মোরে বলো তার খোঁজ
ওগো কোথায় তারে পাই
আমি কেমনে তারে পাই।।
সারাটি জীবন জুড়ে বারেবারে
আমি চাইলাম শুধু তারে
হায়রে তবুও যে পাইলাম নারে
আমি পাইলাম না তারে
ওগো কোথায় তারে পাই
আমি কেমনে তারে পাই।।
৩০/১১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনজুম ইফতিখার ২১/০৬/২০২১
-
সালমান সাকিব ২১/০৬/২০২১সুন্দর লেখনী। মনোমুগ্ধকর এবং সাবলীল উপস্থাপনা, যা মন ছুয়ে যায়।
-
মাহতাব বাঙ্গালী ২১/০৬/২০২১সুন্দর প্রেমভাব প্রকাশ // পাঠে মুগ্ধতা ছুঁয়ে গেছে
ভালোবাসা ঢের অপেক্ষা করে
যদিও সে না পায় প্রত্যাশিত হৃদয়কে;
ভালোবাসা ধুঁকে ধুঁকেও মরতে ভালোবাসে
শেষ দেখার অভিপ্রায়ে -
আলমগীর সরকার লিটন ২১/০৬/২০২১চমৎকার গীতি কবিতা
-
রূপক কুমার রক্ষিত ২১/০৬/২০২১সুন্দর, কবি।
-
ফয়জুল মহী ২০/০৬/২০২১বাহ্ চমৎকার লিখেছেন ।
দারুণ ভালো লাগলো।
আমার খুব ভালো লেগেছে।