আত্নহনন
ইচ্ছে ছিল আকাশ ছুঁয়ে ফেলার
সময় তাতে বাঁধা হয়ে দাঁড়াল
আজ ধীরলয়ে নীরবে পদক্ষেপ
চুপিসারে প্রচেষ্টা শুধু মুখ লুকাবার
স্বপ্ন ছিল বিহঙ্গ সদৃশ উড়ে বেড়াবার
ভালোবাসা ছুঁয়ে ফেলার কিম্বা দূরে কোথাও
অচেনা গহীনে প্রেয়সীরে নিয়ে হারাবার
প্রজাপতি মন চেয়েছে বন্ধিত্ব এড়িয়ে যাবার
তবু বাঁধা পড়ে আছে মন আষ্টেপৃষ্টে সারাবেলা
চারিদিকে সবকিছু শুধু নীরবে পালাবার।
সময় গেল পালিয়ে স্বপ্ন গেল হারিয়ে
উদাস নেত্রদ্বয় সুদূরে রয় তাকিয়ে
আজ পরাজয়ের প্রান্তে এসে দাঁড়িয়ে
মনে হয় স্বপ্নগুলো অলিক ছিল হায়রে।
আকাশ ছোঁয়া হয় না আর হয় না স্বপ্নপূরণ
সময়ের বেগার খাটুনি খেটে করে যাই ক্ষতিপূরণ
ধরা হয়নি ছোঁয়া হয়নি হৃদয়ের চাওয়া পাওয়া
পালিয়ে পালিয়ে হারিয়ে হারিয়ে হৃদয় ক্ষরণ
কোথা সুখ কোথা প্রাপ্তি খুঁজে খুঁজে হয়রাণ
সঞ্চিত হয়েছে বুকেতে একরাশ নীরব দহন
মন আজ বুঝি আর উড়তে পারে না ঐ আকাশে
করতে পারে না সে আর কিছুতেই স্বপ্ন বুনন
সঞ্চয়ে ছিল কত কত মধুময় স্বপ্ন ভালোবাসা
সবকিছু করে নিয়েছে আজ নীরবে আত্নহনন।
এখন পুড়ে পুড়ে স্বপ্ন ছেড়ে রোজগারের কারবার
স্বপ্নগুলো,চাওয়া পাওয়া আর ভালোবাসা দুরাশা
অলিক অচেনা অধরা ঐ চাওয়া পাওয়ার বাজার
পারি না তাই মাথা নিঁচু করে করি বেগার খাটুনি
ডানা খুলে মন খাঁচায় পুড়ে ইচ্ছের বিরুদ্ধে দৌঁড়
সময় পালিয়ে যাচ্ছে কেউ নয় মোর তরে দাঁড়াবার। ১৮/০৯/২০১৮
সময় তাতে বাঁধা হয়ে দাঁড়াল
আজ ধীরলয়ে নীরবে পদক্ষেপ
চুপিসারে প্রচেষ্টা শুধু মুখ লুকাবার
স্বপ্ন ছিল বিহঙ্গ সদৃশ উড়ে বেড়াবার
ভালোবাসা ছুঁয়ে ফেলার কিম্বা দূরে কোথাও
অচেনা গহীনে প্রেয়সীরে নিয়ে হারাবার
প্রজাপতি মন চেয়েছে বন্ধিত্ব এড়িয়ে যাবার
তবু বাঁধা পড়ে আছে মন আষ্টেপৃষ্টে সারাবেলা
চারিদিকে সবকিছু শুধু নীরবে পালাবার।
সময় গেল পালিয়ে স্বপ্ন গেল হারিয়ে
উদাস নেত্রদ্বয় সুদূরে রয় তাকিয়ে
আজ পরাজয়ের প্রান্তে এসে দাঁড়িয়ে
মনে হয় স্বপ্নগুলো অলিক ছিল হায়রে।
আকাশ ছোঁয়া হয় না আর হয় না স্বপ্নপূরণ
সময়ের বেগার খাটুনি খেটে করে যাই ক্ষতিপূরণ
ধরা হয়নি ছোঁয়া হয়নি হৃদয়ের চাওয়া পাওয়া
পালিয়ে পালিয়ে হারিয়ে হারিয়ে হৃদয় ক্ষরণ
কোথা সুখ কোথা প্রাপ্তি খুঁজে খুঁজে হয়রাণ
সঞ্চিত হয়েছে বুকেতে একরাশ নীরব দহন
মন আজ বুঝি আর উড়তে পারে না ঐ আকাশে
করতে পারে না সে আর কিছুতেই স্বপ্ন বুনন
সঞ্চয়ে ছিল কত কত মধুময় স্বপ্ন ভালোবাসা
সবকিছু করে নিয়েছে আজ নীরবে আত্নহনন।
এখন পুড়ে পুড়ে স্বপ্ন ছেড়ে রোজগারের কারবার
স্বপ্নগুলো,চাওয়া পাওয়া আর ভালোবাসা দুরাশা
অলিক অচেনা অধরা ঐ চাওয়া পাওয়ার বাজার
পারি না তাই মাথা নিঁচু করে করি বেগার খাটুনি
ডানা খুলে মন খাঁচায় পুড়ে ইচ্ছের বিরুদ্ধে দৌঁড়
সময় পালিয়ে যাচ্ছে কেউ নয় মোর তরে দাঁড়াবার। ১৮/০৯/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সানাউল্লাহ ১৬/০৬/২০২১সকল ব্যর্থতা কাটিয়ে জীবন চলার মাঝেই জীবনের স্বার্থকতা।
-
মাহতাব বাঙ্গালী ১৫/০৬/২০২১ভালোই লিখেছেন; বেশ সুন্দর কাব্যিক উপস্থাপনা ///
দূরাশায় আশা জাগাবে- "একবার না পারিলে দেখ শতবার"
তাইতো, আত্মহনন নয়, চেষ্টায় থাকি বারবার -
অনিমেষ চক্রবর্তী ১৫/০৬/২০২১সুন্দর
-
আলমগীর সরকার লিটন ১৫/০৬/২০২১বেশ ভাবনাময়
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০৬/২০২১আত্মহনন
হৃদয় দহন! -
সাইয়িদ রফিকুল হক ১৪/০৬/২০২১ভালো।