ঝরা পাতার গান
শুকনো পাপড়ীর ন্যায় আশাগুলো
অবিরত আপনমনে ঝরে পরে স্বপ্নগুলো
ঝরা পাতার মতো পরে থাকে সে গুলো
আমার পুরানো হয়ে যাওয়া স্বপ্নগুলো।
স্রোতের পর স্রোত ভেঙ্গে নদী বয়ে চলে যায়
সেরুপ আশাগুলোও চলতে চলতে হারিয়ে যায়
খুঁজে পাওয়া যায় না আর জীর্ণ স্বপ্নগুলোকে
অজান্তে আশ্রয় করে নেয় মগজের ডাস্টবিনে।
চাওয়া-পাওয়ার বসবাস দুই মেরুতে
সেতুবন্ধন গড়ে না তারা আর কিছুতে
না পাওয়ার বেদনা জমেছে হৃদয়ে
হৃদয় কেঁদে ফেরে অবিরল বিষাদে।
১৪.১১.২০০৬
অবিরত আপনমনে ঝরে পরে স্বপ্নগুলো
ঝরা পাতার মতো পরে থাকে সে গুলো
আমার পুরানো হয়ে যাওয়া স্বপ্নগুলো।
স্রোতের পর স্রোত ভেঙ্গে নদী বয়ে চলে যায়
সেরুপ আশাগুলোও চলতে চলতে হারিয়ে যায়
খুঁজে পাওয়া যায় না আর জীর্ণ স্বপ্নগুলোকে
অজান্তে আশ্রয় করে নেয় মগজের ডাস্টবিনে।
চাওয়া-পাওয়ার বসবাস দুই মেরুতে
সেতুবন্ধন গড়ে না তারা আর কিছুতে
না পাওয়ার বেদনা জমেছে হৃদয়ে
হৃদয় কেঁদে ফেরে অবিরল বিষাদে।
১৪.১১.২০০৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমিনুল ইসলাম সৈকত ১৩/০৬/২০২১দারুণ
-
মাহতাব বাঙ্গালী ১৩/০৬/২০২১বেদনা জমে আছে না পাওয়া হৃদয়ে; সেইতো প্রেমানুভুতি
-
ফয়জুল মহী ১২/০৬/২০২১দারুণ অনুভূতির প্রকাশ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১২/০৬/২০২১আশা থাক গানে,
স্বপ্ন ক্ষণে ক্ষণে। -
অনিমেষ চক্রবর্তী ১২/০৬/২০২১খুবই ভালো
-
সানাউল্লাহ ১২/০৬/২০২১অপুর্ব এক ব্যর্থ প্রেমের কবিতা।
-
আলমগীর সরকার লিটন ১২/০৬/২০২১বেশ ভাবনাময়