শান্তি
কি রাখবে বলো নিজের করে
আসলে সবই তো পরের তরে
আপন স্বার্থ ভুলে ধরার পরে
রঙিণ করো জীবন জগত সংসারে।
ধরে রাখতে চাইবে যা আপনার করে
ব্যথা দেবে কাঁদাবে তোমায় বারেবারে
বিলায়ে দাও না তুমি কিছু পরের তরে
এর মতো সুখ নাই আর জীবন জুড়ে।
কি রাখবে বলো তুমি আপনার তরে
নিজেরেই তো পারবে না রাখতে ধরে
তবু এত জাড়িজুড়ি বলো কিসের তরে
সবই তো যাবে হারিয়ে ঐ অচিনপুরে।
দাও বিলিয়ে ভাই কিছুটা পরের তরে
সবটুকু রেখে দিও না নিজের করে
পারবে না হায় কিছুই যে রাখতে ধরে
পরের তরে কিছু করলে শান্তি হৃদয় জুড়ে।
২৮/০৭/২০১৮
আসলে সবই তো পরের তরে
আপন স্বার্থ ভুলে ধরার পরে
রঙিণ করো জীবন জগত সংসারে।
ধরে রাখতে চাইবে যা আপনার করে
ব্যথা দেবে কাঁদাবে তোমায় বারেবারে
বিলায়ে দাও না তুমি কিছু পরের তরে
এর মতো সুখ নাই আর জীবন জুড়ে।
কি রাখবে বলো তুমি আপনার তরে
নিজেরেই তো পারবে না রাখতে ধরে
তবু এত জাড়িজুড়ি বলো কিসের তরে
সবই তো যাবে হারিয়ে ঐ অচিনপুরে।
দাও বিলিয়ে ভাই কিছুটা পরের তরে
সবটুকু রেখে দিও না নিজের করে
পারবে না হায় কিছুই যে রাখতে ধরে
পরের তরে কিছু করলে শান্তি হৃদয় জুড়ে।
২৮/০৭/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমিনুল ইসলাম সৈকত ১১/০৬/২০২১দারুণ লিখেছেন কবি
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৬/২০২১এ জীবনের ধন,
সবই পর মন। -
প্রদীপ চৌধুরী. ১১/০৬/২০২১সুন্দর কাব্য শৈলী
-
মাহতাব বাঙ্গালী ১১/০৬/২০২১সুন্দর লিখেছেন
///
পরের জায়গা, পরের জমি
ঘর বাঁধিয়া আমি রই
সে ঘরের মালিক তো আমি নই ! -
ফয়জুল মহী ১০/০৬/২০২১অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ নৈপুণ্য
মনোমুগ্ধ উপস্থাপন কবি ।