www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাদা মেঘ

একদিন স্বপ্নেরা এসে বলে চলো হারাই
ঐ সুদূরে অচেনায়
যেখানে বিহঙ্গেরা দল বেঁধে
আপনমনে নিমিষে হারায়।


স্বপ্নেরা পাখা মেলতে চায়
রোজ সুদূরে হারাতে চায়
নীলিমার নীলে অচেনা অচেনায়
স্বপ্নেরা শুধু উড়তে-ই চায়।


মেঘের মতো ধোঁয়া ধোঁয়া স্বপ্নেরা
আমাকে হাতছানি দিতে চায়
বলে,এসো গড়ো স্বপ্ন বাসর
জীবনটা যে আদ্যেপান্ত স্বপ্নময়।


স্বপ্নেরা একদিন ছুঁয়েই ফেলে মোরে
হরেক স্বপ্ন বুকে দোলা দেয়
জয়-পরাজয়,নীলিমা,সাদা মেঘ
সবকিছু স্বপ্নমাখা সুখের কিম্বা জ্বালাময়।
মার্চ,২০১২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৫/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর কবিতা।
  • নাইস...
  • Nice.
  • সুয়েল হক ১৯/০৫/২০২১
    অসাধারণ লিখছেন প্রিয় কবি
  • হাসান আল মাহদী ১৯/০৫/২০২১
    অসাধারণ
 
Quantcast