প্রার্থনায়
যদি সব অাশা হারিয়ে যায়
হতাশায় ডুবে যায় তব হৃদয়
তবু হাল ছেড়ো না ওগো বন্ধু
জেনে রেখো অাল্লাহ্ দয়াময়।
যদি কোনো কূল খুঁজে না পাও
দু'চোখেতে শুধু অাঁধার ই রয়
তবু ভেঙ্গে পড়ো না ওগো বন্ধু
জেনে রেখো আল্লাহ্ দয়াময়।
যদি দিকহারা হয়ে যাও কভু
কোনো পথ আর খোলা না রয়
তবু নিরাশ হইও না ওগো বন্ধু
জেনে রেখো আল্লাহ্ দয়াময়।
যদি দুরাশায় হতাশায় ডুবে যাও
ছেড়ো না হাল এসো প্রার্থনায়
ডাকো অাল্লাহ্ কে পেয়ে যাবে পথ
কারণ অাল্লাহ্ পরম করুণাময়।
হতাশায় ডুবে যায় তব হৃদয়
তবু হাল ছেড়ো না ওগো বন্ধু
জেনে রেখো অাল্লাহ্ দয়াময়।
যদি কোনো কূল খুঁজে না পাও
দু'চোখেতে শুধু অাঁধার ই রয়
তবু ভেঙ্গে পড়ো না ওগো বন্ধু
জেনে রেখো আল্লাহ্ দয়াময়।
যদি দিকহারা হয়ে যাও কভু
কোনো পথ আর খোলা না রয়
তবু নিরাশ হইও না ওগো বন্ধু
জেনে রেখো আল্লাহ্ দয়াময়।
যদি দুরাশায় হতাশায় ডুবে যাও
ছেড়ো না হাল এসো প্রার্থনায়
ডাকো অাল্লাহ্ কে পেয়ে যাবে পথ
কারণ অাল্লাহ্ পরম করুণাময়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ খায়রুল আলম সোহেল ১১/০৫/২০২১
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৭/০৫/২০২১দারুণ
-
সানাউল্লাহ ০৭/০৫/২০২১অসাধারণ সাজেশন।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৫/২০২১সর্বশক্তিমান দয়াময়,
তাঁর হোক জয়। -
ফয়জুল মহী ০৭/০৫/২০২১অতুলনীয় লেখনী।
সুন্দর লেখনী। সা
ন্ত্বনার বাণী।
হতাশ হৃদয়ে আশাজাগানি।
অভিনন্দন কবিকে।