মুসাফিরের গান-এক
করলে মোদের জীবন দান
ওগো অাল্লাহ্ তুমি মেহেরবান
দেখিবারে ধরা দিলে অধিকার
তুমি যে দয়াময় করুণার আঁধার।
চলতে চলতে এই জীবনজুড়ে
গুনাহ্গার আমরা সবে ধরার পরে
তবু তব রহমত আমাদের ওপরে
দিবস রজনী ধরে শান্তি হয়ে ঝরে।
রোজ কত কত ভুলের সমারোহে
ডুবে থাকে জীবন সুখে আর বিরহে
ভুলগুলি তবু না দেখে তুমি অন্তর্যামী
দয়া করো বান্দারে অবিরত দিবা যামী।
ইয়া আল্লাহ্ তোমারই মায়ায় এ ধরায়
বেঁচে আছি আমরা পাওয়া না পাওয়ায়
গুনাহ্গার বলে তাড়িয়ে দাওনি তো হায়
জড়িয়ে রেখেছ সতত আপনার মায়ায়।
মোদের নবী মুহাম্মদ(স:) মোদের ভালোবাসা
দু'জাহানে ঐ নামেতেই ভক্তি সব আশা ভরসা
ইয়া আল্লাহ্ পাপী আমরা শুকরিয়া জানাই
একূলে ওকূলে তুমি ছাড়া আর রক্ষাকারী নাই।
ওগো অাল্লাহ্ তুমি মেহেরবান
দেখিবারে ধরা দিলে অধিকার
তুমি যে দয়াময় করুণার আঁধার।
চলতে চলতে এই জীবনজুড়ে
গুনাহ্গার আমরা সবে ধরার পরে
তবু তব রহমত আমাদের ওপরে
দিবস রজনী ধরে শান্তি হয়ে ঝরে।
রোজ কত কত ভুলের সমারোহে
ডুবে থাকে জীবন সুখে আর বিরহে
ভুলগুলি তবু না দেখে তুমি অন্তর্যামী
দয়া করো বান্দারে অবিরত দিবা যামী।
ইয়া আল্লাহ্ তোমারই মায়ায় এ ধরায়
বেঁচে আছি আমরা পাওয়া না পাওয়ায়
গুনাহ্গার বলে তাড়িয়ে দাওনি তো হায়
জড়িয়ে রেখেছ সতত আপনার মায়ায়।
মোদের নবী মুহাম্মদ(স:) মোদের ভালোবাসা
দু'জাহানে ঐ নামেতেই ভক্তি সব আশা ভরসা
ইয়া আল্লাহ্ পাপী আমরা শুকরিয়া জানাই
একূলে ওকূলে তুমি ছাড়া আর রক্ষাকারী নাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/০৫/২০২১আল্লাহ সর্বশক্তিমান।
-
রূপক কুমার রক্ষিত ০৪/০৫/২০২১ভালো লাগলো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/০৫/২০২১beautiful...
-
ফয়জুল মহী ০২/০৫/২০২১অসম্ভব সুন্দর উপস্থাপন।