রমজান-পাচ
অবুঝ মন বোঝেনা হায়
দুনিয়ার সুখে মত্ত রয়
খোজে শুধু সুখ আর সুখ
বোঝেনা পৃষ্টা ওল্টালেই দুখ।
মনরে বোঝাই বলো কেমনে
শুদ্ধ হও এই রমজানে
ত্যাগ করো সকল কলুষতা
দেহ মনে অর্জন করো পবিত্রতা।
অবুঝ মন বোঝেনা হায়
গুনাহ্ করে সে নির্দ্বিধায়
পাপের ভয়ে কাদেনা হৃদয়
অবুঝ মন নাচে রঙে হায়।
মনরে বোঝাই বলো কেমনে
তৈরি করো নিজেরে খাটি ঈমানে
তাকওয়া বিহীন জীবনে
হারবে কিন্তু দু জাহানে।
অবুঝ মন আমার
বুঝদার হও তুমি এবার
এই পবিত্র রমজানে
নাও অাল্লাহ্ রাসুল চিনে।
দুনিয়ার সুখে মত্ত রয়
খোজে শুধু সুখ আর সুখ
বোঝেনা পৃষ্টা ওল্টালেই দুখ।
মনরে বোঝাই বলো কেমনে
শুদ্ধ হও এই রমজানে
ত্যাগ করো সকল কলুষতা
দেহ মনে অর্জন করো পবিত্রতা।
অবুঝ মন বোঝেনা হায়
গুনাহ্ করে সে নির্দ্বিধায়
পাপের ভয়ে কাদেনা হৃদয়
অবুঝ মন নাচে রঙে হায়।
মনরে বোঝাই বলো কেমনে
তৈরি করো নিজেরে খাটি ঈমানে
তাকওয়া বিহীন জীবনে
হারবে কিন্তু দু জাহানে।
অবুঝ মন আমার
বুঝদার হও তুমি এবার
এই পবিত্র রমজানে
নাও অাল্লাহ্ রাসুল চিনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩০/০৫/২০২১ভালো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/০৫/২০২১এ রমজানের বারতা,
জীবন-সুন্দর-পবিত্রতা। -
সাইয়িদ রফিকুল হক ০১/০৫/২০২১ভালো।
-
ফয়জুল মহী ০১/০৫/২০২১মনোমুগ্ধকর পরিবেশন