রমজান-চার
আমার আল্লাহ্ মেহেরবান
মুক্তির তরে দিয়েছেন রমজান।
করো তওবাহ্ চাও পানাহ্
ক্ষমা করিয়ে নাও গুনাহ্
গুনাহ্ মোচনের সময় এখন
দিবস রজনী করো ক্রন্দন
ইবাদতে ইবাদতে কাটাও ক্ষণ
সার্থক করো মাহে রমজান।
অামার আল্লাহ্ মেহেরবান
মুক্তির তরে দিয়েছেন রমজান।
রোযা রাখো নামায পড়
বেশি বেশি জিকির করো
হৃদয় খুলে দান করো
নফসকে তোমার শুদ্ধ করো
মজবুত করে নাও ঈমান
সার্থক করো মাহে রমজান।
আমার আল্লাহ্ মেহেরবান
মুক্তির তরে দিয়েছেন রমজান।
মুক্তির তরে দিয়েছেন রমজান।
করো তওবাহ্ চাও পানাহ্
ক্ষমা করিয়ে নাও গুনাহ্
গুনাহ্ মোচনের সময় এখন
দিবস রজনী করো ক্রন্দন
ইবাদতে ইবাদতে কাটাও ক্ষণ
সার্থক করো মাহে রমজান।
অামার আল্লাহ্ মেহেরবান
মুক্তির তরে দিয়েছেন রমজান।
রোযা রাখো নামায পড়
বেশি বেশি জিকির করো
হৃদয় খুলে দান করো
নফসকে তোমার শুদ্ধ করো
মজবুত করে নাও ঈমান
সার্থক করো মাহে রমজান।
আমার আল্লাহ্ মেহেরবান
মুক্তির তরে দিয়েছেন রমজান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩০/০৪/২০২১nice work!
-
ফয়জুল মহী ৩০/০৪/২০২১কমনীয় ভাবনায় যাদুকরী উপস্থাপন ।
-
রেদওয়ান আহমেদ বর্ণ ৩০/০৪/২০২১খুব সুন্দর লেখা।বিমুগ্ধ আমি।
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৪/২০২১ভালো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩০/০৪/২০২১মাহে রমজান,
মনে শান্তির বান।