রমজান-তিন
পাপ মোচনের এই দিনে
থেক না বসে অলসতা করে
রাখো রোযা পড় নামায
করো তাওবাহ্ বারেবারে।
ভুল গুলোকে শুধরে নাও
কোরঅান শিখে শুদ্ধ হও
রমজানের এই পবিত্র দিনে
গুনাহ্ মোচন করে লও।
রমজানের প্রতিটি ক্ষণ
কাটে যেন ইবাদতে
তোমার সকল কাজ
চলে যেন পূণ্য পথে।
ভুল করো না ভাই
অলসতার অবকাশ নাই
শুদ্ধ হওয়ার জন্য রমজান
মেহনত করো তাই।
চলে যাওয়ার আগে রমজান
সংশোধন করে নাও নিজেকে
আর অযুহাত খুজ না ভাই
রমজান এসেছে বাচাতে তোমাকে।
থেক না বসে অলসতা করে
রাখো রোযা পড় নামায
করো তাওবাহ্ বারেবারে।
ভুল গুলোকে শুধরে নাও
কোরঅান শিখে শুদ্ধ হও
রমজানের এই পবিত্র দিনে
গুনাহ্ মোচন করে লও।
রমজানের প্রতিটি ক্ষণ
কাটে যেন ইবাদতে
তোমার সকল কাজ
চলে যেন পূণ্য পথে।
ভুল করো না ভাই
অলসতার অবকাশ নাই
শুদ্ধ হওয়ার জন্য রমজান
মেহনত করো তাই।
চলে যাওয়ার আগে রমজান
সংশোধন করে নাও নিজেকে
আর অযুহাত খুজ না ভাই
রমজান এসেছে বাচাতে তোমাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ২৯/০৪/২০২১Right
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৯/০৪/২০২১এসেছে রমজান আবার,
সৎ পথে যাবার।