স্বপ্নবোনার দেশে
প্রভাতের আলোয় উদ্ভাসিত গহীন নীলাম্বর
পৃথিবী পেরিয়ে গেছে আরো একটি বছর
মুছে দিও তাই হৃদয়ের ক্ষত
অশ্রু আর অভিমান শত।
চলো যাই পায়ে পায়ে স্বপ্নবোনার ঐ মিছিলে
সেই মিছিলে চলবো এক সাথে দলে দলে
সকল দুঃখ-কষ্ট-অভিমান আর জড়তা মুছে
আশ্রয় নেবো মোরা স্বপ্নবোনার রঙিন দেশে
তবে বন্ধু থাকে যদি চেনা-জানা
জমবে মধুরতা এই জীবনের লেনা-দেনা।
১২.০৪.২০১২
বি.দ্র.-এই কবিতার প্রথম পাচ লাইন আমার লেখা নয়।
অচেনা কেউ একজন আমাকে মেসেজ করেছিল।
আমি শেষ অংশ লিখে কবিতার নাম দিয়ে পূর্ণাঙ্গ করেছি।
পৃথিবী পেরিয়ে গেছে আরো একটি বছর
মুছে দিও তাই হৃদয়ের ক্ষত
অশ্রু আর অভিমান শত।
চলো যাই পায়ে পায়ে স্বপ্নবোনার ঐ মিছিলে
সেই মিছিলে চলবো এক সাথে দলে দলে
সকল দুঃখ-কষ্ট-অভিমান আর জড়তা মুছে
আশ্রয় নেবো মোরা স্বপ্নবোনার রঙিন দেশে
তবে বন্ধু থাকে যদি চেনা-জানা
জমবে মধুরতা এই জীবনের লেনা-দেনা।
১২.০৪.২০১২
বি.দ্র.-এই কবিতার প্রথম পাচ লাইন আমার লেখা নয়।
অচেনা কেউ একজন আমাকে মেসেজ করেছিল।
আমি শেষ অংশ লিখে কবিতার নাম দিয়ে পূর্ণাঙ্গ করেছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/০৪/২০২১
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/০৪/২০২১ভালো
-
ফয়জুল মহী ২৪/০৪/২০২১চমৎকার অনুভূতির উপস্থাপনা l
কলম চলবে অবিরাম l -
সাইয়িদ রফিকুল হক ২৪/০৪/২০২১ভালো।
থাকবো সবাই মিলে,
থাকবে না কষ্ট দিলে।