কে তুমি
দাঁড়ালে দ্বিধা নিয়ে কে তুমি
বলো কে তুমি
আজ এ অবেলায় বিষাদী মনে
বলো কি দোলা দিচ্ছ তুমি।
আজিকে এই শেষ বেলায়
ফুরিয়ে যাবার উদাসীনতায়
কে তুমি আবার নতুন করে
টানছ আমায় নব উন্মাদনায়।
বলো কে তুমি এলে হৃদয়ে
চলে যাবার এই বিদায়ী ক্ষণে
আজিকে জড়ায়ে ধরিতে চাও
কে তুমি এই বিষাদী মনে।
দাঁড়ালে দ্বিধা নিয়ে কে তুমি
বলো কে তুমি
হৃদয়ের প্রান্ত ছুঁয়ে দিলে টান
বলো অচেনা সখি কে তুমি।
অক্টোবর,২০১২
বলো কে তুমি
আজ এ অবেলায় বিষাদী মনে
বলো কি দোলা দিচ্ছ তুমি।
আজিকে এই শেষ বেলায়
ফুরিয়ে যাবার উদাসীনতায়
কে তুমি আবার নতুন করে
টানছ আমায় নব উন্মাদনায়।
বলো কে তুমি এলে হৃদয়ে
চলে যাবার এই বিদায়ী ক্ষণে
আজিকে জড়ায়ে ধরিতে চাও
কে তুমি এই বিষাদী মনে।
দাঁড়ালে দ্বিধা নিয়ে কে তুমি
বলো কে তুমি
হৃদয়ের প্রান্ত ছুঁয়ে দিলে টান
বলো অচেনা সখি কে তুমি।
অক্টোবর,২০১২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১২/০৪/২০২১অপূর্ব
-
শ.ম. শহীদ ০৩/০৪/২০২১চমৎকার
-
আলমগীর সরকার লিটন ২৭/০৩/২০২১চমৎকার
-
বোরহানুল ইসলাম লিটন ২৭/০৩/২০২১সুন্দর আবেশিত ধারা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০৩/২০২১Very Nice.
-
ফয়জুল মহী ২৬/০৩/২০২১Excellent