বন্ধু
আমি কেঁদেছি দেখে তোমার আঁখিজল
আমি হার মেনেছি দেখে তোমার পরাজয়
তোমার ব্যথায় আমি হয়েছি জেরবার
বলো তবু মানবে না তুমি বন্ধু আমায়।
থেকে থেকে তোমার সব বিরহ জ্বালায়
আমিও জ্বলেছি অবিরত সকাল সন্ধ্যায়
আমার মতো সমব্যথী খুঁজে পাবেনা হায়
তবু কি বলবে না তুমি ওগো বন্ধু আমায়।
মোছাতে তোমার আঁখিজল অবিরল আমি
থেকে থেকে করেছি কত সংগ্রাম নির্দ্বিধায়
অঁধরে ফোটাতে হাসি পড়েছি আমি ফাঁসী
তবু কি হায় মানবে না তুমি বন্ধু আমায়।
আনতে সুখের দিন তোমার তরে অফুরান
পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি আমি সব সময়
তোমার দুনিয়া গড়তে ভাঙ্গতে হয়েছে আমায়
ওগো তবুও কি তুমি বলবে না বন্ধু আমায়।
আমি হার মেনেছি দেখে তোমার পরাজয়
তোমার ব্যথায় আমি হয়েছি জেরবার
বলো তবু মানবে না তুমি বন্ধু আমায়।
থেকে থেকে তোমার সব বিরহ জ্বালায়
আমিও জ্বলেছি অবিরত সকাল সন্ধ্যায়
আমার মতো সমব্যথী খুঁজে পাবেনা হায়
তবু কি বলবে না তুমি ওগো বন্ধু আমায়।
মোছাতে তোমার আঁখিজল অবিরল আমি
থেকে থেকে করেছি কত সংগ্রাম নির্দ্বিধায়
অঁধরে ফোটাতে হাসি পড়েছি আমি ফাঁসী
তবু কি হায় মানবে না তুমি বন্ধু আমায়।
আনতে সুখের দিন তোমার তরে অফুরান
পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি আমি সব সময়
তোমার দুনিয়া গড়তে ভাঙ্গতে হয়েছে আমায়
ওগো তবুও কি তুমি বলবে না বন্ধু আমায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রসেনজিৎ ঋষি ৩০/০৩/২০২১অত্যন্ত সুন্দর হয়েছে কবি
-
এম এম হোসেন ১৪/০৩/২০২১Hmm nice
-
সাখাওয়াত হোসেন ০১/০৩/২০২১দারুণ লিখেছেন ভাইয়া
-
আব্দুল হক ২৮/০২/২০২১ধন্যবাদ!
-
রেদোয়ান আহমেদ ২৮/০২/২০২১সুন্দর শব্দ চয়ন।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২৮/০২/২০২১মনো দীপ্ত লেখা
-
ফয়জুল মহী ২৮/০২/২০২১চমৎকার চয়ন। সুখ্যাতি হোক সাহিত্যময়।
-
আলমগীর সরকার লিটন ২৮/০২/২০২১বেশ ভাবনাময়