ঐক্যবদ্ধ
লিবিয়া-ইরাক কিম্বা আফগানিস্তান
ধ্বংসস্তুপ আজিকে,মুসলিমের শ্মশান
মানা নাহি যায় এই হানাহানি
ওহে মুসলিম ঐক্যবদ্ধ হও দেখুক ধরণী।
কোথায় উমর ফারুক,আলী-উসমান
আজিকে ধূলায় লুটাচ্ছে মুসলিমের সম্মান
ফিরে এসো শমসের হাতে ফের তোমরা
করিতে শাসন বহিয়ে আবার সাম্য ধারা।
আমার আল্লাহ্ র আইন,নবীজীর বানী
ভুলতে বসেছে মানুষ,দিকে দিকে হানাহানি
মুসলিমের এই পরাজয়,এই অসহ্য গ্লানি
আমরা সত্যের সৈনিক,কি করিয়া মানি।
ওহে মুসলিম জাগিয়া ওঠো বাঁচাতে মান
ধরো শমসের অন্যায়ের প্রতিবাদে অফুরান
ছড়িয়ে দাও ইসলামের আলো-আল্লাহ্ র বানী
রে মুসলিম ভাই ঐক্যবদ্ধ হও দেখুক ধরণী।
২৮.০৬.২০১৩
ধ্বংসস্তুপ আজিকে,মুসলিমের শ্মশান
মানা নাহি যায় এই হানাহানি
ওহে মুসলিম ঐক্যবদ্ধ হও দেখুক ধরণী।
কোথায় উমর ফারুক,আলী-উসমান
আজিকে ধূলায় লুটাচ্ছে মুসলিমের সম্মান
ফিরে এসো শমসের হাতে ফের তোমরা
করিতে শাসন বহিয়ে আবার সাম্য ধারা।
আমার আল্লাহ্ র আইন,নবীজীর বানী
ভুলতে বসেছে মানুষ,দিকে দিকে হানাহানি
মুসলিমের এই পরাজয়,এই অসহ্য গ্লানি
আমরা সত্যের সৈনিক,কি করিয়া মানি।
ওহে মুসলিম জাগিয়া ওঠো বাঁচাতে মান
ধরো শমসের অন্যায়ের প্রতিবাদে অফুরান
ছড়িয়ে দাও ইসলামের আলো-আল্লাহ্ র বানী
রে মুসলিম ভাই ঐক্যবদ্ধ হও দেখুক ধরণী।
২৮.০৬.২০১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২১/০২/২০২১শক্ত ঈমান বিনে সকলি বৃথা প্রিয় কবি।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/০২/২০২১চাই শান্তি অবিরাম
কাটুক হিংসা অপমান। -
এম এম হোসেন ২০/০২/২০২১অসাধারণ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২০/০২/২০২১অসাধারণ
-
Md. Rayhan Kazi ২০/০২/২০২১অসাধারণ লেখনী
-
আলমগীর সরকার লিটন ২০/০২/২০২১স্যালুট জানাই
-
ফয়জুল মহী ১৯/০২/২০২১অসাধারণ একটি কাব্য রচনা করেছেন I বিমোহিত হলাম I