মেঘের দেশে
মেঘের দেশে উড়ে বেড়ায়
মেঘ বালিকার মন
ঝিরি ঝিরি সমীরণ বয়
তার বুকেতে সারাক্ষণ।
জানে না মেঘ বালিকা
নিঠুর যুবকের মন
পলকে পলকে পরিবর্তন
যুবকের অচেনা আলাপন।
মেঘ বালিকার বুকে শিহরণ
পাওয়া না পাওয়ায় তার মন
অনিশ্চয়তায় বুকেতে কাঁপন
যুবক নির্বিকার অনুক্ষণ।
মেঘ বালিকার অস্থিরতা
মেঘের দেশে বিরহ সারাক্ষণ
অভিমানি তার চঞ্চল মন
যুবক বোঝেনা তার বেদন।
মেঘ বালিকার মনেতে কুয়াশা
মেঘের দেশে তারই আলোড়ন
যুবকের নিঠুর নিরবতায় আজ
ক্ষণে ক্ষণে কাঁদে মেঘ বালিকার মন।
মেঘ বালিকার মন
ঝিরি ঝিরি সমীরণ বয়
তার বুকেতে সারাক্ষণ।
জানে না মেঘ বালিকা
নিঠুর যুবকের মন
পলকে পলকে পরিবর্তন
যুবকের অচেনা আলাপন।
মেঘ বালিকার বুকে শিহরণ
পাওয়া না পাওয়ায় তার মন
অনিশ্চয়তায় বুকেতে কাঁপন
যুবক নির্বিকার অনুক্ষণ।
মেঘ বালিকার অস্থিরতা
মেঘের দেশে বিরহ সারাক্ষণ
অভিমানি তার চঞ্চল মন
যুবক বোঝেনা তার বেদন।
মেঘ বালিকার মনেতে কুয়াশা
মেঘের দেশে তারই আলোড়ন
যুবকের নিঠুর নিরবতায় আজ
ক্ষণে ক্ষণে কাঁদে মেঘ বালিকার মন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৭/০২/২০২১চমৎকার এক অনুভব
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৭/০২/২০২১অসাধারণ
-
বোরহানুল ইসলাম লিটন ১৭/০২/২০২১বেশ মনোহরা কবিতাটি।
-
সাখাওয়াত হোসেন ১৬/০২/২০২১চমৎকার রচনাশৈলী হে কবি।
-
ফয়জুল মহী ১৬/০২/২০২১মহনীয় উপস্থাপন