একি আর ভালো লাগে
একি দংশন,সারাবেলা অভিশাপ
জানি না আমি করেছি কি পাপ
হৃদয়ে দহন থেকে থেকে মরণ
একি আর ভালো লাগে অনুক্ষণ।
একি সংশয়,টলমল টলমল হৃদয়
ভেঙ্গেচূড়ে যায় রোজ রোজ প্রত্যয়
মায়াময়,মধুময় স্বপ্নেরা দিক্হারা
একি আর ভালো লাগে জীবন খাপছাড়া।
একি দুরাশা,আশা ভালোবাসা পথহারা
খুঁজে খুঁজে তবু ফের হৃদয় পটে ঝর্ণাধারা
বলো একি খেলা জীবনের পথে পথে রোজ
একি আর ভালো লাগে কেউ রাখে না খোঁজ।
একি সর্বনাশ,চুপিসারে মন মাঝে হাসফাস
ছুটতে ছুটতে পরাজয়ে হৃদয়পুর হতাশ
কূল নাই কিনারা নাই তবু জীবনের দায়ভার
একি আর ভালো লাগে সবকিছু হারাবার।
২৪.০৮.২০১৩
জানি না আমি করেছি কি পাপ
হৃদয়ে দহন থেকে থেকে মরণ
একি আর ভালো লাগে অনুক্ষণ।
একি সংশয়,টলমল টলমল হৃদয়
ভেঙ্গেচূড়ে যায় রোজ রোজ প্রত্যয়
মায়াময়,মধুময় স্বপ্নেরা দিক্হারা
একি আর ভালো লাগে জীবন খাপছাড়া।
একি দুরাশা,আশা ভালোবাসা পথহারা
খুঁজে খুঁজে তবু ফের হৃদয় পটে ঝর্ণাধারা
বলো একি খেলা জীবনের পথে পথে রোজ
একি আর ভালো লাগে কেউ রাখে না খোঁজ।
একি সর্বনাশ,চুপিসারে মন মাঝে হাসফাস
ছুটতে ছুটতে পরাজয়ে হৃদয়পুর হতাশ
কূল নাই কিনারা নাই তবু জীবনের দায়ভার
একি আর ভালো লাগে সবকিছু হারাবার।
২৪.০৮.২০১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ৩১/০১/২০২১আত্মপলব্ধিতে অনন্য নিবেদন।
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩১/০১/২০২১আক্ষেপ প্রকাশ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩১/০১/২০২১চমৎকার
-
আলমগীর সরকার লিটন ৩১/০১/২০২১চমৎকার ছন্দময়
-
সাদ্দাম হোসেন পবন ৩০/০১/২০২১সুন্দর লেখনি।
-
কুমারেশ সরদার ৩০/০১/২০২১অসাধারণ
-
ফয়জুল মহী ৩০/০১/২০২১অতি চমৎকার লিখেছেন