মনের দুয়ারে
সেই কবে তোমাকে বলেছিলাম
বৃষ্টিতে ভিজবো একসাথে
তারপরে আর দেখা হয়নি।
পথের রেখা দুই দিকে গেছে চলে
তুমি আমি জীবনের প্রয়োজনে
কে কোথায় আজ নাই তার খোঁজ
শুধু ভালোবাসাটুকু ভুলে যাইনি।
বৃষ্টিতে আর ভেজা হয়নি
হয়নি নদীর কিনারে তোমাকে নিয়ে হাঁটা
তবু স্বপ্নময় স্মৃতিরা দেয় হাতছানি।
আর দেখা হবে না হয়তো
শুধু স্মৃতির পাখিরা উড়ে উড়ে বারে বারে
দোলা দিয়ে যাবে মনের দুয়ারে
বলবে হেসে ভালোবেসেছিল অভিমানী।
বৃষ্টিতে ভিজবো একসাথে
তারপরে আর দেখা হয়নি।
পথের রেখা দুই দিকে গেছে চলে
তুমি আমি জীবনের প্রয়োজনে
কে কোথায় আজ নাই তার খোঁজ
শুধু ভালোবাসাটুকু ভুলে যাইনি।
বৃষ্টিতে আর ভেজা হয়নি
হয়নি নদীর কিনারে তোমাকে নিয়ে হাঁটা
তবু স্বপ্নময় স্মৃতিরা দেয় হাতছানি।
আর দেখা হবে না হয়তো
শুধু স্মৃতির পাখিরা উড়ে উড়ে বারে বারে
দোলা দিয়ে যাবে মনের দুয়ারে
বলবে হেসে ভালোবেসেছিল অভিমানী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাদ্দাম হোসেন পবন ৩০/০১/২০২১অত্যন্ত সুন্দর শব্দ চয়ন।
-
Md. Rayhan Kazi ২৮/০১/২০২১অসাধারণ লেখনী
-
বোরহানুল ইসলাম লিটন ২৮/০১/২০২১বেশ হৃদয়গ্রাহী নিবেদন।
-
ফয়জুল মহী ২৭/০১/২০২১Excellent writen
-
এম এম মেহেরুল ২৭/০১/২০২১বেশ