সবুজ মন
চলতে চলতে জীবনের পরিশেষ দীর্ঘশ্বাস
কি আর পরে থাকে নিঠুর বিষাদ ই নির্যাস।
তুমি খুঁজে খুঁজে শেষে কি ই বা পাবে ওগো
নিঠুর সময় থেকে থেকে বলবে শুধু ভোগো।
ঐ উড়ে চলা বিহঙ্গ কিম্বা প্রজাপতি সম মন
খুঁজে নেবে শেষে রঙহীন চারদেয়াল সারাক্ষণ।
সবুজ সজীব মন বাস্তবতার নিঠুর কষাঘাতে
জরাজীর্ণ ধূসর রঙ খুঁজে পাবে দিবস রজনীতে।
এই ই পরিনতি তবু উড়ে চলার কত আয়োজন
ফুরিয়ে যাবে সবকিছু তবু খুঁজে চলা সারাক্ষণ।
কি আর পরে থাকে নিঠুর বিষাদ ই নির্যাস।
তুমি খুঁজে খুঁজে শেষে কি ই বা পাবে ওগো
নিঠুর সময় থেকে থেকে বলবে শুধু ভোগো।
ঐ উড়ে চলা বিহঙ্গ কিম্বা প্রজাপতি সম মন
খুঁজে নেবে শেষে রঙহীন চারদেয়াল সারাক্ষণ।
সবুজ সজীব মন বাস্তবতার নিঠুর কষাঘাতে
জরাজীর্ণ ধূসর রঙ খুঁজে পাবে দিবস রজনীতে।
এই ই পরিনতি তবু উড়ে চলার কত আয়োজন
ফুরিয়ে যাবে সবকিছু তবু খুঁজে চলা সারাক্ষণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াত হোসেন ১৫/০১/২০২১দারুণ মনোমুগ্ধকর লেখনি।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/০১/২০২১nice
-
Md. Rayhan Kazi ০৬/০১/২০২১অনন্য লেখনশৈলী
-
ফয়জুল মহী ০৪/০১/২০২১,অত্যন্ত সাবলীল ভাবে সাজানো লেখাটি ।
-
সাখাওয়াত হোসেন ০৪/০১/২০২১দারুণ লিখেছেন হে সুপ্রিয় কবি।
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০১/২০২১ভাল।