www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সবুজ মন

চল‌তে চল‌তে জীব‌নের প‌রি‌শেষ দীর্ঘশ্বাস
‌কি আর প‌রে থা‌কে নিঠুর বিষাদ ই নির্যাস।

তু‌মি খুঁ‌জে খুঁ‌জে শে‌ষে কি ই বা পা‌বে ও‌গো
নিঠুর সময় থে‌কে থে‌কে বল‌বে শুধু ভো‌গো।

ঐ উ‌ড়ে চলা বিহঙ্গ কিম্বা প্রজাপ‌তি সম মন
খুঁ‌জে নে‌বে শে‌ষে রঙহীন চার‌দেয়াল সারাক্ষণ।

সবুজ সজীব মন বাস্তবতার নিঠুর কষাঘা‌তে
জরাজীর্ণ ধূসর রঙ খুঁ‌জে পা‌বে দি‌বস রজনী‌তে।

এই ই প‌রিন‌তি তবু উ‌ড়ে চলার কত আ‌য়োজন
ফুরি‌য়ে যা‌বে সব‌কিছু তবু খুঁ‌জে চলা সারাক্ষণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাখাওয়াত হোসেন ১৫/০১/২০২১
    দারুণ মনোমুগ্ধকর লেখনি।
  • nice
  • Md. Rayhan Kazi ০৬/০১/২০২১
    অনন্য লেখনশৈলী
  • ফয়জুল মহী ০৪/০১/২০২১
    ,অত্যন্ত সাবলীল ভাবে সাজানো  লেখাটি ।
  • সাখাওয়াত হোসেন ০৪/০১/২০২১
    দারুণ লিখেছেন হে সুপ্রিয় কবি।
  • ভাল।
 
Quantcast