মর্মব্যথা
উৎসর্গ: মুনমুন আপার মায়ের স্মৃতির উদ্দেশ্যে
তোমার কান্না দেখলে
আমার চোখেও জল আসে
তোমার জননী চলে গেছে
আমার বুকেও ব্যথা লেগেছে
তুমি কেঁদো না ওগো বন্ধু
ধৈর্য্য থাকুক বুকের কাছে।
এই ধরনীর নিঠুর নিয়ম
কে পেরেছে বলো বদলাতে
চলে যাওয়াটাই বাস্তবতা হায়
যেতে হবে আগে আর পরেতে
কারো যাত্রায় কেউ হবে না সঙ্গী
বন্ধু তুমি কেঁদো না আপনাতে।
তোমার ঝরানো ঐ আঁখিজল
মর্মব্যথা দেয় মোর বুকেতে
তোমার আমার ব্যথা যে তাই
মিলে গেছে সকলের ব্যথাতে
কেঁদো না বন্ধু আমরা রয়েছি যে
ব্যথা করবো ভাগভাগি দিনে রাতে।
তোমার কান্না দেখলে
আমার চোখেও জল আসে
তোমার জননী চলে গেছে
আমার বুকেও ব্যথা লেগেছে
তুমি কেঁদো না ওগো বন্ধু
ধৈর্য্য থাকুক বুকের কাছে।
এই ধরনীর নিঠুর নিয়ম
কে পেরেছে বলো বদলাতে
চলে যাওয়াটাই বাস্তবতা হায়
যেতে হবে আগে আর পরেতে
কারো যাত্রায় কেউ হবে না সঙ্গী
বন্ধু তুমি কেঁদো না আপনাতে।
তোমার ঝরানো ঐ আঁখিজল
মর্মব্যথা দেয় মোর বুকেতে
তোমার আমার ব্যথা যে তাই
মিলে গেছে সকলের ব্যথাতে
কেঁদো না বন্ধু আমরা রয়েছি যে
ব্যথা করবো ভাগভাগি দিনে রাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াত হোসেন ৩০/১২/২০২০অনন্য রচনা হে প্রিয় কবি।
-
পি পি আলী আকবর ২৮/১২/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ২৭/১২/২০২০অনেক সুন্দর লিখেছেন
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/১২/২০২০অন্যের প্রতি সহমর্মিতা।