পথের রেখা
যেখানে পথের রেখা শেষ হয়
শেষ হয় সব আশা আকাঙ্ক্ষা
সেখান থেকেই আবার শুরু করো
রে পথিক ভুলে গিয়ে সব দুরাশা।
তোমার পথের রেখা কভু
যেন কিছুতেই মুছে না যায়
যেন বিজয় পতাকা এসে
তোমার চরণ তলে লুটায়।
ওগো পথিক জীবন সংগ্রামে
থেকে থেকে উঠবে ই ঝড়
তবু তুমি হাল ছেড়ও না কভু
বৈঠা চালাও জীবন পারাবার।
কালের স্রোতে উত্থান পতন
করবেই আলিঙ্গন সকাল সাঝে
তাই বলে পরাজয় মেনে নিও না
প্রত্যয়ে বলিয়ান থেক সকল কাজে।
বন্ধু তোমার পথের রেখা শেষ হলে
সেখান থেকেই খোঁজ নতুন পথ
কিছুতেই ভেঙ্গে পড় না এই জীবনে
একদিন খুঁজে পাবেই বিজয় রথ।
২৭/০৭/২০১৮
শেষ হয় সব আশা আকাঙ্ক্ষা
সেখান থেকেই আবার শুরু করো
রে পথিক ভুলে গিয়ে সব দুরাশা।
তোমার পথের রেখা কভু
যেন কিছুতেই মুছে না যায়
যেন বিজয় পতাকা এসে
তোমার চরণ তলে লুটায়।
ওগো পথিক জীবন সংগ্রামে
থেকে থেকে উঠবে ই ঝড়
তবু তুমি হাল ছেড়ও না কভু
বৈঠা চালাও জীবন পারাবার।
কালের স্রোতে উত্থান পতন
করবেই আলিঙ্গন সকাল সাঝে
তাই বলে পরাজয় মেনে নিও না
প্রত্যয়ে বলিয়ান থেক সকল কাজে।
বন্ধু তোমার পথের রেখা শেষ হলে
সেখান থেকেই খোঁজ নতুন পথ
কিছুতেই ভেঙ্গে পড় না এই জীবনে
একদিন খুঁজে পাবেই বিজয় রথ।
২৭/০৭/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াত হোসেন ৩০/১২/২০২০দারুণ ভালো লাগলো হে সুপ্রিয় কবি।
-
হাফেজ আহমেদ ২৭/১২/২০২০ভালো লিখেছেন।
-
সাখাওয়াত হোসেন ২৭/১২/২০২০দারুণ মনোমুগ্ধকর রচনাশৈলী হে সুপ্রিয় কবি।
-
বাসেদ সরকার ২৬/১২/২০২০Best ever
-
বোরহানুল ইসলাম লিটন ২৬/১২/২০২০অনন্য উপলব্ধির উপস্থাপন।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/১২/২০২০আশায় বাঁচা।
-
সাইয়িদ রফিকুল হক ২৫/১২/২০২০ভাল।
-
ফয়জুল মহী ২৫/১২/২০২০অসাধারণ উপলব্ধি।